DPS FDR কর কর্তন হার

কামরুল হাসান নূর

Updated on:

DPS FDR TDS Rate

ভবিষ্যত সুরক্ষার অন্যতম জনপ্রিয় বিনিয়োগ হচ্ছে সঞ্চয়ী আমানত (DPS) ও স্থায়ী আমানত (FDR)। সাধারণত ব্যক্তিবর্গরা এই ধরনের বিনিয়োগে উৎসাহিত হয়ে থাকেন। বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কোনো লিজিং কোম্পানি অথবা হাউকর কর্তনজিং ফাইন্যান্স কোম্পানিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদে মুনাফা বা সুদ হতে অতিরিক্ত আয়ের নিমিত্তি এই ধরনের সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত করে থাকেন। তাছাড়া নির্ধারিত ক্ষেত্রে কর রেয়াতের সুবিধাও পাওয়া যায়। তবে, জাতীয় রাজস্ব বোর্ড এই সঞ্চয়ী আমানত (DPS) ও স্থায়ী আমানত (FDR) এর মুনাফা বা সুদের বিপরীতে প্রাপকের ধরন অনুসারে নির্ধারিত হাতে উৎসে কর কর্তন করে থাকে। আয়কর আইনের ১০২ ধারা অনুসারে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত, ইত্যাদি হতে কর কর্তন করা হয়ে থাকে। নিচের সারণীতে আমরা সঞ্চয়ী আমানত (DPS) ও স্থায়ী আমানত (FDR) এর মুনাফা বা সুদের বিপরীতে কর কর্তন হার সম্পর্কে জানবো।

সঞ্চয়ী আমানত (DPS) ও স্থায়ী আমানত (FDR) কর কর্তন হার

আয়কর আইন বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো নিবাসী ব্যক্তিকে কোনো ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, ইসলামী নীতি মোতাবেক পরিচালিত কোনো ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কোনো লিজিং কোম্পানি অথবা কোনো হাউজিং ফাইন্যান্স কোম্পানি কোনো সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদী আমানত বা অন্য কোনো প্রকার আমানতের বিপরীতে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করিলে, সুদ বা মুনাফা পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুদ বা মুনাফা কোনো ব্যক্তির হিসাবে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশোধের সময়, যাহা পূর্বে ঘটে, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে উৎসে কর কর্তন করিয়া সরকারি কোষাগারে জমা করিবেন-

ক্রমিক নংপ্রাপকের ধরণকর কর্তনের হার
কোম্পানির ক্ষেত্রে২০%
কোম্পানি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে১০%
সরকারি বিশ্ববিদ্যালয়
মান্থলি পে অর্ডারভূক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারীজ ইনস্টিটিউটের ক্ষেত্রে
১০%
স্বীকৃত ভবিষ্য তহবিল
অনুমোদিত আনুতোষিক তহবিল
অনুমোদিত বার্ধক্য তহবিল ও পেনশন তহবিলের ক্ষেত্রে
৫%

যাদের ক্ষেত্রে DPS এবং FDR হতে কর কর্তন হবে না

(ক) সরকার বা সরকারের পূর্বানুমোদনক্রমে তফসিলভুক্ত কোনো ব্যাংক কর্তৃক স্পন্সরকৃত কোনো ডিপোজিট পেনশন স্কিম হইতে উদ্ভূত কোনো সুদ বা মুনাফা

(খ) বোর্ড কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, অন্য কোনোভাবে কর অব্যাহতিপ্রাপ্ত কোনো নির্দিষ্ট প্রাপক বা প্রাপক শ্রেণি।

Leave a Comment