কিভাবে (TIN) টিন সার্টিফিকেট সংশোধন করবেন?

কামরুল হাসান নূর

Updated on:

How to edit TIN Certificate Online

আপনার টিন সার্টিফিকেট এ নিজের নাম/পিতার নাম/মাতার নাম ভূল থাকলে, এটা কিভাবে সংশোধন করবেন (TIN Certificate Correction)।

টিন সার্টিফিকেট এর যাবতীয় তথ্য জাতীয় পরিচয় পত্র সার্ভারের সহিত সংযুক্ত থাকে। টিন সার্টিফিকেটে যে কোন সংশোধনের প্রয়োজন হলে প্রথমেই আপনাকে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হবে। জাতীয় পরিচয় পত্র এখন অনলাইনেই https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইট হতে সংশোধন করা যায়।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের পর www.incometax.gov.bd ওয়েবসাইটে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে “Revalidate” অপশনে ক্লিক করলেই এটি জাতীয় পরিচয়পত্র সার্ভার হতে স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত তথ্য নিয়ে নিবে। অতঃপর View TIN Certificate অপশন হতে সংশোধিত টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তবে যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানা নাই, তাঁদের সংশ্লিষ্ট টিন সার্কেল হতে আপডেটেড সংশোধিত টিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

Leave a Comment