অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে আনয়ন

কামরুল হাসান নূর

Updated on:

Undisclosed money

ডিএফআইএম সার্কুলার লেটার নং-২১ ২৫ আগস্ট ২০২২
ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী
বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান।

আয়কর অধ্যাদেশ অনুসারে অফশোর ট্যাক্স এমনেস্টি বিষয়ে কার্যক্রম গ্রহণ ও প্রচার প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রশাসন ও কল্যাণ শাখার ৩১/০৭/২০২২ তারিখের স্মারক নং-৫৩.০০.০০০০.২১১.৯৯.০০২.২০.৩০৭ এর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা-১৯ এফ অনুসারে ০১ জুলাই, ২০২২ হতে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে ৭% কর প্রদান করে বাংলাদেশের বাহিরে যে কোনোরূপে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে ।

২। অফশোর ট্যাক্স এমনেস্টি সংক্রান্ত বর্ণিত বিষয়টি আপনাদের প্রধান কার্যালয়সহ সকল শাখায় বিজ্ঞপ্তি আকারে প্রদর্শন ও গ্রাহকদের মাঝে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ জ্ঞাপন করা হলো।

Leave a Comment