TDS Rules 2023

এস আর ও নং ২০৬- আইন/আয়কর-০১/২০২৩ এর মাধ্যমে উৎসে কর কর্তন বিধিমালা ২০২৩ (TDS Rules 2023) জারি করা হয়। উক্ত বিধিমালায় ঠিকাদারের বিল পরিশোধের সময় উৎসে কর কর্তন হার, সেবার উৎসে কর কর্তন হার, অনিবাসী আয় হতে কর কর্তন হার, সম্পত্তি হস্তান্তরের কর কর্তন হার, আমদানীকারকের নিকট হতে কর কর্তন হার সম্পর্কে বলা হয়েছে।

এছাড়া উৎসে কর্তনকৃত কর জমাদানের তারিখ ও জমাদান পদ্ধতি সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কিভাবে উৎসে কর কর্তন সার্টিফিকেট জারি করতে হয়ে এবং উৎসে করের রিটার্ন দাখিল ও রিটার্ন দাখিলের ফরমও এই বিধিমালায় দেওয়া হয়েছে।

উৎসে কর কর্তন বিধিমালা ২০২৩ (TDS Rules 2023) ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

About The Author

Leave a Reply

× Contact Support!