Tax at Source Rules 2024

জাতীয় রাজস্ব বোর্ড উৎসে কর আদায়ের নিমিত্তে এসআরও ১৬১-আইন/আয়কর-৩৬/২০২৪ এর মাধ্যমে উৎসে কর বিধিমালা ২০২৪ প্রণয়ন করিলো। উক্ত বিধিমালায় ঠিকাদার, সরবরাহকারী এর বিলের উপর উৎসে কর কর্তন হার নতুন করে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সেবার ক্ষেত্রে পরিশোধ হতে আয়কর কর্তন হার, অনিবাসীর আয়ের উপর আয়কর কর্তন হার, সম্পত্তি হস্তান্তর হতে কর সংগ্রহের হার, আমদানিকারকের নিকট হতে কর কর্তন হার প্রভৃতি নির্ধারণ করা হয়েছে।

উৎসে কর্তনকৃত টাকা সরকারী কোষাগারে জমাদানের সময়সীমা, উৎসে কর এর রিটার্ন দাখিল ও রিটার্ন ফরমের নমুনা উক্ত বিধিমালায় দেওয়া হয়েছে।

উৎসে কর বিধিমালা ২০২৪ pdf ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

About The Author

Leave a Reply