সারচার্জ কি?
ব্যক্তি-করদাতা (assessee being individual) এর ক্ষেত্রে, Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর section 80 অনুযায়ী পরিসম্পদ, দায় ও খরচের বিবরণী (statement of assets, libilities and expenses) তে প্রদর্শনযোগ্য নীট সম্পদের পরিমাণ ৩ কোটি টাকা বা নিজ নামে একের অধিক মোটর গাড়ি বা কোন সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি থাকলে তাকে প্রদেয় আয়করের পরিমানের উপর নির্ধারিত হারে সারচার্জ প্রদান করতে হয়।
সারচার্জ হার
অর্থ আইন, ২০২১ এ উল্লেখিত ব্যক্তি-করদাতা সারচার্জ ২০২১-২০২২ (Surcharge 2021-2022) হার নিম্নরুপ:
কর বছর ২০২০-২০২১ | কর বছর ২০২১-২০২২ | |||
নীট সম্পদ | সারচার্জের হার | নুন্যতম সারচার্জ | নীট সম্পদ | সারচার্জের হার |
৩ কোটি পর্যন্ত | শুন্য | শুন্য | ৩ কোটি পর্যন্ত | শুন্য |
৩ কোটি টাকার অধিক কিন্তু ৫ কোটি টাকার অধিক নয় বা, নিজ নামে একের অধিক মোটর গাড়ি বা, কোন সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি |
১০% | ৩,০০০ | ৩ কোটি টাকার অধিক কিন্তু ১০ কোটি টাকার অধিক নয় বা, নিজ নামে একের অধিক মোটর গাড়ি বা, কোন সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি |
১০% |
৫ কোটি টাকার অধিক কিন্তু ১০ টাকার অধিক নয় | ১৫% | ১০ কোটি টাকার অধিক কিন্তু ২০ কোটি টাকার অধিক নয় | ২০% | |
১০ কোটি টাকার অধিক কিন্তু ১৫ কোটি টাকার অধিক নয় | ২০% | ৫,০০০ | ২০ কোটি টাকার অধিক কিন্তু ৫০ কোটি টাকার অধিক নয় | ৩০% |
১৫ কোটি টাকার অধিক কিন্তু ২০ কোটি টাকার অধিক নয় | ২৫% | ৫০ কোটি টাকার অধিক যেকোন অংক | ৩৫% | |
২০ কোটি টাকার অধিক যেকোন অংক | ৩০% |