সূচনা ফাউন্ডেশন এর আয়ের উপর আয়কর অব্যাহতি

কামরুল হাসান নূর

Updated on:

Suchna Foundation tax exemption

জাতীয় রাজস্ব বোর্ড এস. আর. ও নং ১৯১-আইন/আয়কর/২০২৩ এর মাধ্যমে “সূচনা ফাউন্ডেশন” এর স্থায়ী ও সঞ্চয়ী ব্যাংক আমানতের উপর প্রাপ্ত সুদ, কনসালটেন্সি ফি এবং গবেষণা ফি বাবদ প্রাপ্ত আয়সহ সকল প্রকার আয়ের উপর প্রদেয় আয়কর হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে ৫ (পাঁচ) বৎসরের জন্য অব্যাহতি প্রদান করিল

শর্তাবলি

এই প্রজ্ঞাপনের সহিত সংশ্লিষ্ট সমুদয় আয় “সূচনা ফাউন্ডেশন” এর নামে গ্রহণ ও হিসাবভুক্ত করতে হবে এবং তাহা দেশে অটিজম, নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বা মানসিক প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণার্থে ব্যবহার করবে।

Leave a Comment