send money to Bkash from abroad get bonus

আসছে ঈদুল আযহা উপলক্ষে প্রবাসী কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত টাকা দেশে পরিবারের কাছে পাঠান। কিন্তু অনেক সময় তারা দালালের ফাঁদে পড়ে প্রতারিত হন। তাই দালালের ফাঁদে পা না দিয়ে সরাসরি বিকাশের মাধ্যমে আপনার কষ্টার্জিত টাকা মুহুর্তে আপনার প্রিয়জনের বিকাশ একাউন্টে পাঠিয়ে দিতে পারেন। সরকার বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে প্রতি হাজারে ২৫টাকা বোনাস দিয়ে থাকে। এছাড়াও বিকাশ সীমিত সময়ের জন্য নিয়ে এলো বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে প্রতি ঘণ্টায় ৳১,০০০ বোনাস পাওয়ার সুযোগ!

”ঘন্টায় হাজার টাকা বোনাস” অফারের মেয়াদ

অফার চলবে বাংলাদেশ সময় ৬ জুন ২০২৩, ০০:০০ মিনিট থেকে ৩০ জুন ২০২৩, ১১:৫৯ মিনিট পর্যন্ত

যা থাকছে বিকাশে রেমিটেন্স পাঠানোর অফারে

  • নির্দিষ্ট ঘণ্টায় প্রিয়জনের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স আপনার বিকাশ একাউন্টে গ্রহণ করে আপনি জিতে নিতে পারেন ১,০০০ টাকা বোনাস
  • বোনাস পেতে হলে ন্যূনতম ১৫,০০০ টাকা বা বেশি রেমিটেন্স গ্রহণ করতে হবে
  • একজন গ্রাহক অফার চলাকালে ১ বার বোনাস উপভোগ করতে পারবেন

শর্তাবলি

  • সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে বোনাস উপভোগ করতে পারবেন।
  • বোনাস উপভোগ করতে, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে বোনাস বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক এই ক্যাম্পেইনের জন্য আর বোনাস পাবেননা।
  • গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে বোনাস বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে বোনাস বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবেনা এবং গ্রাহক বোনাস পাওয়ার জন্য আর বিবেচিত হবেননা।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক এই সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের বোনাস সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বর্তমানে বিশ্বের ৬৫ দেশ থেকে তালিকাভুক্ত ফরেইন ব্যাংক, মানি ট্রান্সফার অর্গানাইজেশন(এমটিও) এবং মানি এক্সচেইঞ্জ হাউজগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম নিয়ে আগের লেখায় বিস্তারিত বলা হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম লেখাটি পড়ে আসতে পারেন।

গ্রাহক কখন বোনাস পাবেন?

সফলভাবে রেমিটেন্স গ্রহণ করার ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক বোনাস পাবেন।  

বোনাস পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

হ্যাঁ, বোনাস উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে বোনাস বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে গ্রাহক বোনাস পাবেননা।

গ্রাহকের বোনাস পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

অফারের শর্তানুযায়ী গ্রাহক সফলভাবে রেমিটেন্স গ্রহণ করার ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে বোনাস পাবেন। অজানা যেকোনো কারণে বোনাস পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, বিকাশ গ্রাহক সেবা, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bkash.com -এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে এসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

About The Author

Leave a Reply

× Contact Support!