কার্যকর হতে যাচ্ছে নতুন আয়কর আইন ২০২৩

কামরুল হাসান নূর

Updated on:

New Income Tax Act 2023

জাতীয় রাজস্ব বোর্ড নতুন অর্থ বছর থেকেই নতুন আয়কর আইন “আয়কর আইন ২০২৩” বাস্তবায়ন করতে যাচ্ছে। সেই উপলক্ষে আয়কর বিল ২০২৩ গত ৮ই জুন ২০২৩ তারিখে মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়। বর্তমানে বাংলাদেশে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ দ্বারা আয়কর সংক্রান্ত বিধি বিধান পালন করা হয়ে থাকে। যে আইনটি প্রণয়ন করা হয়েছিল ইংরেজীতে। কিন্তু নতুন আয়কর আইনটি বাংলায় প্রণয়ন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, “এই দাবি বহুদিন যাবত যে আমাদের নতুন আয়কর আইন লাগবে,”। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল – আইএমএফেরও নির্দেশনা ছিল নতুন আয়কর আইন প্রণয়নের। নতুন আয়কর আইন IFRS-এর সাথে মিল রেখে করা হয়েছে এবং ব্যবসা করার সহজতা সহ অসংখ্য ইতিবাচক পরিবর্তন রয়েছে।

আশা করা যাচ্ছে নতুন আয়কর আইন সকল জন্য পরিপালন করা সহজ হবে। একনজরে দেখে নেওয়া যাক নতুন আয়কর আইন ২০২৩ এ যেসকল পরিবর্তন গুলো হতে যাচ্ছে।

নতুন আয়কর আইনে পরিবর্তন সমূহ:

  • ৪৩টি খাতে আয়কর রিটার্ন দাখিলে প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
  • করদাতার কর নিবন্ধন বাতিল করার সুযোগ দেওয়া হয়েছে।
  • কোম্পানির সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে।
  • ৪০ লক্ষ টাকার বেশি সম্পদ থাকলে সম্পদ ও দায় বিবরণী দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
  • বছরে ৫ লক্ষ টাকার বেশি আয় থাকলে জীবনযাত্রার ব্যয়বিবরণীও জমা দিতে হবে।
  • বছরের যেকোনো সময় চিকিৎসা বা ধর্মীয় কারণ ছাড়া ব্যক্তিগতভাবে বিদেশ ভ্রমণে যাওয়া ব্যক্তিদের সম্পদবিবরণী জমা দিতে হবে।
  • প্রস্তাবিত আইন অনুসারে মাত্র ১২টি উৎসে কর্তিত করের রিটার্ন জমা দিতে হবে, যা আগে ছিল ২৯টি।
  • জরিমানার পরিধিও ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। এতে দেরিতে রিটার্ন দেওয়ার জরিমানা বাড়ানো হচ্ছে।
  • করযোগ্য বেতন হিসাবটাও সহজ করা হয়েছে। প্রস্তাবিত নতুন আয়কর আইনে বেতনের দুই-তৃতীয়াংশ বা ৪৫০,০০০ টাকা, যেটি কম হয় বেতন থেকে আয়ের জন্য অনুমোদিত কর্তন হিসাবে বিবেচিত হবে।

নতুন আয়কর আইন ২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Leave a Comment