RJSC Return Filling Fees List

RJSC-তে নিবন্ধিত কোন প্রতিষ্ঠান যদি তাদের সংঘ স্মারক বা সংঘ বিধিতে কোন পরিবর্তন আনে, তাহলে তাদের অবশ্যই সংশোধিত ডকুমেন্টস RJSC-তে জমা দিতে হবে। এই প্রক্রিয়াটি “RJSC Return Filing”-এর অংশ হিসেবে বিবেচিত হয় এবং এর জন্য নির্ধারিত Fee প্রদান করতে হয়।


বাংলাদেশে নিবন্ধিত প্রাইভেট, পাবলিক কোম্পানি, বিদেশি কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন এবং সমিতিগুলোকে প্রতি বছর বার্ষিক রিটার্ন যৌথমূলধনী কোম্পানি ও ফার্মস পরিদপ্তর (RJSC)-এর নিকট দাখিলের সময়ও এই রিটার্ন ফাইলিং ফি জমা দিত হয়। প্রতিষ্ঠানভেদে এবং রিটার্ন ফাইলিং এর ধরণ অনুসারে এই ফি এর পরিমাণে তারতম্য হয়। তাই আপনার প্রতিষ্ঠান কতটাকা রিটার্ন ফাইলিং ফি দিতে হবে জানতে লেখাটা পড়ুন।

RJSC Return Filling Fees

রিটার্ন ফাইলিং ধরণপ্রাইভেট ও পাবলিক কোম্পানিবিদেশি কোম্পানিট্রেড অর্গানাইজেশনসমিতি
নির্ধারিত সময়ের মধ্যে কোন ডকুমেন্ট ফাইলিং২০০ টাকা৪০০ টাকা২০০ টাকা৪০০ টাকা
৩ বছর পর্যন্ত বিলম্বের জন্য প্রতিবছর ৫০০ টাকাপ্রতিদিন ২ টাকা করে কিন্তু ডকুমেন্ট প্রতি ১,০০০ টাকার বেশি নয়৫০০ টাকা
৩ বছরের উধের্ব প্রতি বছরের জন্য৭০০ টাকা৭০০ টাকা

ঋণস্বীকারপত্র

জামানতের পরিমাণপ্রাইভেট ও পাবলিক কোম্পানিবিদেশি কোম্পানিট্রেড অর্গানাইজেশন
৫ লক্ষ টাকা পর্যন্ত২৫০ টাকা৩০০ টাকা৩০০ টাকা
৫ লক্ষ টাকার অধিক থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত প্রতি ৫ লক্ষ টাকা বা তার অংশ২০০ টাকা২০০ টাকা২০০ টাকা
৫০ লক্ষ টাকার অধিক প্রতি ৫ লক্ষ টাকা বা তার অংশ১০০ টাকা১০০ টাকা১০০ টাকা

বন্ধক ও চার্জ

প্রাইভেট ও পাবলিক কোম্পানিবিদেশি কোম্পানি
বন্ধক ও চার্জের নিবন্ধন বহি পরিদর্শন ফি২০০ টাকা২০০ টাকা
রিসিভার নিয়োগ নিবন্ধন ফি৪০০ টাকা৪০০ টাকা

শেষকথা

আশাকরি এই লেখাটি আপনাকে RJSC রিটার্ন ফাইলিং ফি সম্পর্কে ধারণা পেতে সাহায্য করেছে। ব্যবসায় বা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে RJSC-তে আরও কিছু কমপ্লায়েন্স মেনে চলতে হয়। RJSC সম্পর্কিত আমাদের আরও কয়েকটি লেখা আপনাদের জন্য নিচে দেওয়া হলো:

About The Author

Leave a Reply

× Contact Support!