RJSC থেকে প্রত্যায়িত অনুলিপির জন্য ফি

Fee for certified copy from RJSC

RJSC থেকে প্রত্যায়িত অনুলিপি বা Certified copy নিতে হলে সার্টিফিকেটের ধরণ এবং সার্টিফিকেটের শব্দ সংখ্যার উপর ভিতি করে বিভিন্ন ধরনের ফি প্রদান করতে হয়। এই লেখায় প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, বিদেশি কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি ও পার্টনারশিপ ফার্ম এর জন্য RJSC থেকে প্রত্যায়িত অনুলিপির জন্য (Certified Copy) ফি এর তালিকা দেওয়া হলো

ক) স্ট্যাম্প ফি

১) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন = ৫০ টাকা

২) আর্টিকেল অব এসোসিয়েশন = ৫০ টাকা

৩) অন্য যেকোন ডকুমেন্ট = ৫০ টাকা

খ) কোর্ট ফি (স্ট্যাম্প)

প্রতি কোম্পানির প্রতি আবেদন = ২০ টাকা

গ) অন্যান্য ফি

১) রেকর্ড পরিদর্শনের জন্য = ২০০ টাকা

২) নিয়মিতকরণ প্রত্যয়ন পত্রের অনুলিপির জন্য ফি = ২০০ টাকা

৩) ব্যবসা আরম্ভের সার্টিফিকেটের অনুলিপি = ২০০ টাকা

৪) কোন ডকুমেন্টের প্রতি ১০০০ শব্দের বা তার খন্ডিত অংশের অনুলিপি = ১০ টাকা (সর্বনিম্ন ২০০ টাকা প্রদানের শর্তে)

৫) কোন ডকুমেন্টের প্রতি ১০০ শব্দের বা তার খন্ডিত অংশের যাচাই = ১০ টাকা (সর্বনিম্ন ২০০ টাকা প্রদানের শর্তে)

Leave a Comment