Private Power Generation Company Tax Exemption

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ব্যতীত, যে সকল Private Power Generation কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ৩০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে আরম্ভ হবে, সেই সকল কোম্পানিকে কয়েকটি ক্ষেত্রে প্রদেয় কর হতে অব্যাহতি প্রদান করবে।

Private Power Generation কোম্পানির কর অব্যাহতি ক্ষেত্রসমূহ

(ক) কোস্পানির কেবল বিদ্যুৎ উৎপাদন ব্যবসা হতে অর্জিত আয়ের উপর, উহাদের বাণিজ্যিক উৎপাদনের তারিখ হইতে ৩০ জুন, ২০৩৬ খ্রিস্ট্রাব্দ তারিখ পর্যন্ত

(থ) কোম্পানিতে কর্মরত বিদেশি ব্যক্তিগণের আয়ের উপর, বাংলাদেশে তাহাদের আগমনের তারিখ হতে পরবর্তী ৩ (তিন) বৎসরের জন্য

(গ) কোম্পানি কর্তৃক গৃহীত বৈদেশিক খণের উপর প্রদেয় সুদের উপর

(ঘ) কোম্পানি কর্তৃক প্রদেয় royalties, technical know-how and technical assistance fees এর উপর

(ঙ) কোম্পানির শেয়ার হস্তান্তরের ফলে উদ্ভুত মূলধনী মুনাফার উপর

কর অব্যাহতির হার

বাণিজ্যিক উৎপাদন ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে আরম্ভ হবে, সেই সকল কোম্পানিকে কেবল বিদ্যুৎ উৎপাদন ব্যবসায় হইতে অর্জিত আয়ের উপর উক্ত
Ordinance এর অধীন প্রদেয় কর হইতে নিম্নবর্ণিত হারে অব্যাহতি প্রদান করল

কর অব্যাহতির মেয়াদকর অব্যাহতির হার
বাণিজ্যিক উৎপাদন আরম্ভ হইতে প্রথম ৫ (পাচ) বৎসর পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বৎসর১০০%
পরবর্তী ৩ (তিন) বৎসর পর্যন্ত (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম বৎসর)৫০%
পরবর্তী ২ (দুই) বংসর পর্যন্ত (নবম ও দশম বৎসর)২৫%

শর্তাবলী:

(ক) কর অব্যাহতিপ্রাপ্ত কোম্পানিকে যথাযথভাবে হিসাব সংরক্ষণ করতে হবে এবং উক্ত Ordinance এর বিধানাবলি পরিপালন করিতে হইবে; এবং

(খ) Private Sector Power Generation Policy of Bangladesh এ নির্ধারিত সকল শর্ত পুরণ করতে হইবে এবং উক্ত Policy-তে বর্ণিত ব্যবস্থা অনুসারে কোম্পানিসমূহ পরিচালিত হইতে হইবে।


Private Power Generation কোম্পানির কর অব্যাহতি এস. আর. ও. নং ১৯৪-আইন/আয়কর/২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

About The Author

Leave a Reply

× Contact Support!