অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম 

কামরুল হাসান নূর

Updated on:

Online Train Ticket Bangladesh

বর্তমান নতুন নিয়ম অনুযায়ী ট্রেনে ভ্রমণ করতে হলে প্রতিটা যাত্রীর এনআইডি ভেরিফাই করে টিকেট ক্রয় করতে হবে। আর আগের নিয়ম বাতিল করে এখন ট্রেনের শতভাগ টিকিটই অনলাইনে পাওয়া যায়। তাই কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন সেই বিষয়ে ধাপে ধাপে ছবিসহ আলোচনা করা হলো:

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার সময়

বর্তমানে রাত দিন ২৪ ঘন্টার যেকোন সময়ে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটা যায়। আপনি যেদিন ভ্রমণ করবেন তার ৪দিন পূর্বে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

⭐️⭐️⭐️ প্রতিদিন আপডেট পেতে এখানে ক্লিক করুন ⭐️⭐️⭐️

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে টিকিট কাটতে হলে সর্বপ্রথম আপনাকে এনআইডি, মোবাইল নম্বর, জন্ম তারিখ দিয়ে eticket.railway.gov.bd এ রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনার স্টেশন ও গন্তব্য অনুযায়ী নির্দিষ্ট তারিখের ট্রেন সার্চ করুন। সবশেষে আসন বাছাই করে অনলাইনে পেমেন্ট করে টিকিট বুকিং কনফার্ম করুন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার প্রতিটা ধাপ নিচে ছবিসহ দেখানো হলো

১.  NID ভেরিফাই করুন

বাংলাদেশের ট্রেনে যাতায়াত করতে হলে প্রতিটা যাত্রীর NID ভেরিফাই করতে হবে। এর জন্য প্রথমে ওয়েবসাইট  Bangladesh Railway E-Ticketing Service ভিজিট করুন অথবা ট্রেনের টিকিট কাটার অ্যাপ Rail Sheba App ডাউনলোড করুন।

প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে ID ভেরিফিকেশন করতে হবে। শুরু করার জন্য Register ক্লিক করুন।

NID Verification for Train Ticket

আপনার মোবাইল নম্বর, NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে Verify ক্লিক করুন। আপনার আইডি ভেরিফাই হলে, একটি Password সেট করুন। আপনার Email, Post Code ও ঠিকানা ইংরেজিতে লিখে Registration বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। অবশ্যই সকল তথ্য ইংরেজীতে লিখবেন কেননা রেলওয়ে সিস্টেমে এখনও বাংলা ভার্সন প্রস্তুত হয়নি।

২. মোবাইল ভেরিফাই করুন

এরপর আপনার মোবাইলে 6 ডিজিটে একটি Verification Code পাঠানো হবে এবং Code টি দিয়ে Verify করতে চাওয়া হবে। আপনার মোবাইলে আসা Code টি 45 সেকেন্ডের মধ্যে সঠিকভাবে লিখে Continue বাটনে ক্লিক করুন। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে একাউন্টে Log In হবে। লগইন হওয়ার পর Disclaimer এর শর্ত মেনে I AGREE করুন

৩. ট্রেন সার্চ করুন

প্রোফাইল আপডেট শেষে Home এ ফিরে যেয়ে কোন স্টেশন থেকে রওনা হবেন এবং কোন স্টেশনে নামবেন, যাত্রার তারিখ ও সিটের ধরণ সিলেক্ট করুন।

Search Train
  • From – আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন বাছাই করুন
  • To – তে আপনি যে স্টেশনে নামবেন তা বাছাই করুন।
  • Date of Journey – থেকে আপনার ভ্রমণের তারিখ বাছাই করুন।
  • Choose Class – এখানে উপরের মত অপশনগুলো পূরণ করে সবুজ রংয়ের Search Train বাটনে ক্লিক করুন। এরপর আপনার বাছাই করা তারিখের সকল ট্রেনগুলো দেখানো হবে।

৪. ট্রেন ও সিট বাছাই করুন

এইবার ট্রেন ও সিট সিলেক্ট করে Book Now বাটনে ক্লিক করুন।

Book Now Train Ticket

আপনি একসাথে ৪টি সিট সিলেক্ট করতে পারবেন। Coach সিলেক্ট করে সিট সিলেক্ট করুন।

তারপরে Continue Purchase বাটনে ক্লিক করুন।

Select Train Seat

৫. যাত্রীর তথ্য দিন

এ ধাপে যতগুলো সিট বুক করেছেন, তার যাত্রীদের নাম এবং শিশু বা বয়স্ক কিনা তা সিলেক্ট করতে হবে। ৩ থেকে ১২ বছর বয়সী শিশু থাকলে Passenger Type Child সিলেক্ট করুন। Child সিলেক্ট করলে তার ভাড়া স্বয়ংক্রীয়ভাবে সমন্বয় হবে বা কমে যাবে।

৬. টিকিটের মূল্য পরিশোধ করুন

আপনি বিকাশ, নগদ, রকেট, অথবা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আপনি যে পেমেন্ট মাধ্যমে পেমেন্ট করবেন সেই মাধ্যম সিলেক্ট করুন। ধরি, আপনি বিকাশে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করুন। তারপর নিচে Proceed to Payment নামের সবুজ রঙের বাটনে ক্লিক করুন। তারপর স্ক্রিনে দেখানো নির্দেশনা মেনে পেমেন্ট সম্পন্ন করুন।

সিট সিলেক্টের ১৫ মিনিটের ভিতরেই আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে নতুবা আপনার সিলেক্ট করা সিট ক্যান্সেল হয়ে যাবে।

Online Payment for Train Ticket


Leave a Comment