নগদকে আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান

কামরুল হাসান নূর

Updated on:

Issuance of license in favour of Nagad Finance PLC. as Financial Institution

অবশেষে আর্থিক প্রতিষ্টান হিসাবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেল অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’। ১৭ই মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ ব্যাংকের ডিএফআইএম সার্কুলার নং ২ এর মাধ্যমে নগদকে আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদানের ঘোষণা আসে।

Issuance of license in favour of Nagad Finance PLC. as Financial Institution

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ (Nagad Finance PLC) -কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিঠানের লাইসেন্স (নং-ডিএফআইএম(এল)/৪২, তারিখ : ৩১ বৈশাখ ১৪৩০/ ১৪ মে ২০২৩) প্রদান করা হয়েছে।

Leave a Comment