এক পৃষ্ঠার আয়কর রিটার্ন ফরম IT GHA 2023

কামরুল হাসান নূর

Updated on:

Return Form IT GHA 2023

আয়কর রিটার্ন ফরমে সকল ধরনের আয়-ব্যয়, সম্পদ ও দায় বিবরণী দিতে হয়। কিন্তু যেসকল করদাতার কোন আয় নেই বা সীমিত আয় তাদের আয়কর রিটার্ন পূরণ সহজীকরনের লক্ষ্য জাতীয় রাজস্ব বোর্ড এক পৃষ্ঠার আয়কর রিটার্ন ফরম আইটি ঘ ২০২৩ (IT GHA 2023) প্রকাশ করেছে। নতুন এই এক পৃষ্ঠার আয়কর রিটার্ন ফরম যাদের জন্য প্রযোজ্য, ডাউনলোড লিংক, ফরম পূরনের নিয়ম, রিটার্ন ফরম পূরণের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলী সম্পর্কে আলোচনা করবো।

এক পৃষ্ঠার আয়কর রিটার্ন ফরম যাদের জন্য প্রযোজ্য

আইটি ঘ ২০২৩ (IT GHA 2023) এক ‍পৃষ্ঠার রিটার্ন ফরম। যদি কোন করদাতা নিম্নবর্ণিত সকল মানদন্ড পূরণ করেন তবে তিনি এক পাতার রিটার্ন আইটি ঘ ২০২৩ (IT GHA 2023) ব্যবহারের যোগ্য হবেন। যথা:-

  • করযোগ্য আয়ের পরিমাণ ৫,০০,০০০ টাকার অধিক নয়
  • মোট পরিসম্পদের পরিমাণ ৪০,০০,০০০ টাকার অধিক নয়
  • কোনো মটরযানের মালিক নন
  • সিটি কর্পোরেশন এলাকায় কোন গৃহ-সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট এর মালিক নন
  • বাংলাদেশের বাহিরে কোন পরিসম্পদের মালিক নন
  • কোন কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নন

আইটি ঘ ২০২৩ ফরম যেভাবে পূরণ করবেন

আইটি ঘ ২০২৩ ফরমে যেসকল তথ্য দিতে হবে – করদাতার নাম, জাতীয় পরিচয় পত্র নম্বর/পাসপোর্ট নম্বর (এনআইডি না থাকিলে), টিআইএন, সার্কেল, কর অঞ্চল, করবর্ষ, আবাসিক মর্যাদা, যোগাযোগের ঠিকানা/নিয়োগকারী প্রতিষ্ঠান/ব্যবসা প্রতিষ্ঠানের নাম, মোবাইল/টেলিফোন, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কর্তিত কর (যদি থাকে), এই রিটার্নের সহিত প্রদত্ত কর, জীবন যাপন ব্যয়।

রিটার্নের অপর পৃষ্টায় কর পরিগণনা, জীবনযাপন ব্যয়ের বিবরণী, সংযুক্ত প্রমাণাদির তালিকা এবং আপনার সম্পদ ও দায়ের সংক্ষিপ্ত বিবরণ দিন।

রিটার্ন ফরম পূরণের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলী

১। এই আয়কর রিটার্ন স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতা অথবা আয়কর আইন, ২০২৩ এ বর্ণিত নির্ধারিত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিপাদিত হতে হবে।

২। প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করুন-

(ক) বেতন আয়ের ক্ষেত্রে বেতন বিবরণী, ব্যাংক সুদের ক্ষেত্রে ব্যাংক বিবরণী, সঞ্চয় পত্রের উপর সুদের ক্ষেত্রে সুদ প্রদানকারী ব্যাংকের সনদপত্র, গৃহ সম্পত্তি আয়ের ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র, পৌর কর ও খাজনা প্রদানের রশিদ, গৃহ ঋণের উপর সুদ থাকিলে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সনদপত্র/বিবরণী, বিমা কিস্তি প্রদত্ত থাকিলে কিস্তি প্রদানের রশিদ, পেশাগত আয় থাকিলে সংশ্লিষ্ট বিধি মোতাবেক আয়ের স্বপক্ষে বিবরণী, মূলধনি মুনাফা থাকিলে প্রমাণাদি, ডিভিডেন্ট আয় থাকিলে ডিভিডেন্ট প্রাপ্তির সনদপত্র, অন্যান্য উৎসের আয় থাকিলে উহার বিবরণী এবং সঞ্চয়পত্র, এল.আই.পি, ডিপিএস, যাকাত, স্টক/শেয়ার ক্রয় ইত্যাদিতে বিনিয়োগ থাকিলে প্রমাণাদি

(খ) ব্যবসায়ের আয় থাকিলে আয়-ব্যয়ের হিসাব বিবরণী, উৎপাদনের হিসাব, বাণিজ্যিক হিসাব, লাভ ও ক্ষতি হিসাব এবং স্থিতিপত্র

(গ) আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আয় পরিগণনা।

৩। দাখিলকৃত দলিলাদি করদাতা অথবা করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।

৪। স্থান সংকুলান না হইলে প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করা যাবে।

ডাউনলোড আইটি ঘ ২০২৩ (IT GHA 2023)

এক পৃষ্ঠার আয়কর রিটার্ন ফরম আইটি ঘ ২০২৩ (IT GHA 2023) pdf ও docx ফরমেট এর ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। আপনার যে ফরমেট পছন্দ সেই ফরমেটে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

Leave a Comment