income tax paripatra 2020-2021 bd

অর্থ আইন, ২০২০ এর মাধ্যমে আয়কর ও সারচার্জের হার নির্ধারণ এবং এতদ্ব্যতীত আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ তে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর আওতায় জারীকৃত এস.আর.ও এর মাধ্যমে আয়কর বিধিমালা, ১৯৮৪ তে প্রয়োজনীয় সংশোধনী আনাসহ বিভিন্ন করহার পুনঃনির্ধারণ করা হয়েছে। নব প্রবর্তিত ও সংশোধিক আইন, বিধি ও প্রজ্ঞাপনসমূহরে মাধ্যমে প্রয়োজ নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট বিধি বিধানসমূহ করদাতাগণকে সহজভাবে অবহিতকরণের লক্ষ্যে আনীত সংযোজন/সংশোধন/পরিবর্তন/পরিমার্জনসমূহের উল্লেখযোগ্য বিষয়সমূহ ব্যাখা ও উদাহরণসহ উপস্থাপন করতে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর পরিপত্র ২০২০-২০২১ প্রকাশ করেছে।

আয়কর পরিপত্র ২০২০-২০২১ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

About The Author

Leave a Reply