How to issue LC

বিদেশ থেকে পণ্য আমদানি করতে হলে ব্যাংকের মাধ্যমে লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলতে হয়। আধুনিককালে বাণিজ্যের সিংহভাগই সংগঠিত হচ্ছে লেটার অব ক্রেডিট (এলসি) এর মাধ্যমে। এলসি আন্তর্জাাতিক বাণিজ্যে অর্থ পরিশোধের জনপ্রিয় ও বৈধ মাধ্যম। এলসি এর মাধ্যমে আমদানিকারকের পক্ষে ঋণপত্র ইস্যুকারী ব্যাংক রপ্তানীকারককে ঋণপত্রে বর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে তার পণ্য বা সেবার মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। International Chamber of Commerce (ICC) কর্তৃক প্রণীত ucp এর অধীনে এর সদস্য ব্যাংকসমূহের দেশগুলো এলসি ইস্যু করে থাকে।

বর্তমান নিয়ম অনুসারে তিন ধরনের আমাদানিকারকদের জন্য এলসির প্রচলন আছে:

১. শিল্পকারখানাভিত্তিক আমদানিকারক
২. বাণিজ্যিক আমদানিকারক
৩. ওয়েজ আর্নার বা বৈদেশিক মুদ্রা উপার্জনকারি আমদানিকারক

এলসি করতে যেসকল কাগজপত্রাদি প্রয়োজন:

এলসি করতে হলে ইস্যুয়িং ব্যাংকে অবশ্যই আমদানিকারকের ব্যাংক একাউন্ট থাকতে হবে। এছাড়াও এলসি খোলার জন্য যেসকল কাগজপত্রাদি প্রয়োজন তা হচ্ছে:

১. ট্রেড লাইসেন্স

২. আমদানি রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC)

৩. আয়কর বা টিন সার্টিফিকেট

৪. মূসক নিবন্ধন সনদপত্র

৫. স্থানীয় বাণিজ্য চেম্বার বা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন থেকে সদস্যপদ সার্টিফিকেট

৬. সর্বশেষ অডিট রিপোর্ট

৭. প্রোফর্মা ইনভয়েস (PI) বা ইনডেন্ট এর কপি

৮. ইন্স্যুরেন্স কাভার নোট ও প্রিমিয়াম প্রদানের রশিদ

৯. জাতীয় পরিচয়পত্র  

এছাড়াও ব্যাংকের সরবারহ করা নিম্নোক্ত কাগজপত্রাদি পূরণ ও স্বাক্ষর করে জমা দিতে হবে:

১. এলসি আবেদম ফরম (LCAF)

২. আইএমপি ফরম (IMP Form)

৩. ব্যাংক চুক্তি সংক্রান্ত ডকুমেন্ট

৪. চার্জ নথি

৫. গ্যারান্টি ফরম

উপরোক্ত কাগজপত্রাদি ইস্যুয়িং ব্যাংকে জমা দিলে, ইস্যুয়িং ব্যাংক আমদানিকারকের নামে এলসিএ ফরম অনুযায়ী এলসি ইস্যু করবে। তবে এর জন্য ব্যাংক আমদানিকারককে এলসি মার্জিন জমা দিতে বলবে। প্রথম দিকে ব্যাংক সম্পূর্ণ এলসি মূল্যই এলসি মার্জিন হিসেবে জমা নিবে। উদাহরণস্বরপ, আমদানিকারকের এলসি মূল্য ৫০,০০০ ডলার হলে, ৫০,০০০ ডলার সমমূল্য টাকায় ব্যাংকে এলসি মার্জিন হিসেবে জমা দিতে হবে। তবে ব্যাংকের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাড়লে এই এলসি মার্জিনের পরিমাণ ১০-২০% ও হতে পারে। ইস্যুয়িং ব্যাংক এলসি খোলার পর আমদানিকারকে একটি এলসি কপি দিবে এবং মূল এলসি কপিটা এডভাইজিং ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারকের নিকট পাঠাবে।

পরের পর্বে আমরা জানবো কিভাবে এলসি প্রক্রিয়া নিষ্পন্ন হয়?

About The Author

Leave a Reply

× Contact Support!