কিভাবে এলসি প্রক্রিয়া নিষ্পন্ন হয়?

Noor

Updated on:

how-letters-of-credit-work

আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে লেটার অব ক্রেডিট (এলসি) বৈধ মাধ্যম। একটি লেটার অব ক্রেডিট (এলসি) তৈরি থেকে নিষ্পত্তি পর্যন্ত আমদানিকারক, রপ্তানিকারক এবং একাধিক ব্যাংক জড়িত থাকে। লেটার অব ক্রেডিট (এলসি) এর কিছু পর্যায় রয়েছে,যা নিচের ছবিতে দেখানো হয়েছে:

LC settlement process

১) আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়।

২) আমদানিকারক ইস্যুয়িং ব্যাংকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এলসি খোলার আবেদন করে।

৩) ইস্যুয়িং ব্যাংক আমদানিকারকের আবেদনের ভিত্তিতে নতুন এলসি খোলে এবং এডভাইজিং ব্যাংকের নিকট পাঠায়।

৪) এডভাইজিং ব্যাংক লেটার অব ক্রেডিটের নির্ভরযোগ্যতা যাচাই করবে তারপর রপ্তানিকারকের কাছে একটা কপি পাঠাবে।

৫) রপ্তানিকারক প্রাপ্ত এলসি এর শর্তসমূহ পরীক্ষা করবে এবং এলসি এর শর্তসমূহ ঠিক আছে মর্মে আমদানিকারকের সাথে বাণিজ্য করার একটা সিদ্ধান্তে আসবে। (যদি রপ্তানিকারক দেখে যে এলসি তে উল্লেখিত শর্তাবলীর সাথে বাণিজ্য চুক্তির কোন সাদৃশ্য নেই তাহলে তাৎক্ষণিকভাবে আমদানিকারককে জানাবে এবং সংশোধনের অনুরোধ জানাবে।) এলসি রপ্তানিকারকের চুক্তির সাথে মিলে গেলে, রপ্তানিকারক পণ্য চালানের ব্যাবস্থা করবেন।

৬) রপ্তানিকারক মেয়াদ শেষ হওয়ার আগে তার ব্যাংকে নথি উপস্থাপন করে।

৭) ক্রেডিট পত্র অনুযায়ী ব্যাংক নথিগুলি চেক করে এবং ইস্যুকারী ব্যাংকের কাছে তা প্রেরণ করে।

৮) ইস্যুকারী ব্যাংক ক্রেডিট শর্তাবলী মেনে চলা নিশ্চিত করার জন্য নথি পরীক্ষা করে এবং সেই নথি আমদানিকারকের কাছে পাঠায় যার মাধ্যেমে আমদানিকারক পণ্য গ্রহণের জন্য প্রস্তুত হয়।

৯) ইস্যুয়িং ব্যাংক আমদানিকারকের পক্ষে এলসি মূল্য এডভাইজিং ব্যাংকে পরিশোধ করে। কখনও কখনও ইস্যুয়িং ব্যাংকের পক্ষে রিইমবার্সিং ব্যাংক এলসি মূল্য পরিশোধ করে থাকে।

১০) এডভাইজিং ব্যাংক ইস্যুয়িং ব্যাংক/ রিইমবার্সিং ব্যাংক থেকে এলসি মূল্য পেয়ে থাকলে তা রপ্তানিকারকের ব্যাংক হিসেবে স্থানান্তর করে থাকে। তবে অনেক সময় এলসি মূল্য রিইমবার্স হওয়ার পূর্বেই নেগোশিয়েটিং ব্যাংকে এলসি উপস্থাপন করে রপ্তানিকারক ঋণ নিয়ে থাকে।

১১) আমদানিকারক কর্তৃক ইস্যুয়িং ব্যাংকে এলসি মূল্য পরিশোধ।

পরের পর্বে বিভিন্ন ধরনের লেটার অব ক্রেডিট সম্পর্কে জানবো।

Leave a Comment