export registration certificate

বাংলাদেশ থেকে বিদেশে পণ্য রপ্তানি করতে হলে আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট (ইআরসি) সংগ্রহ করতে হয়।

রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরন করতে হয়

১. আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে রপ্তানি নিবন্ধন ফরম সংগ্রহ করুন।

২. রপ্তানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় সিডিউল ফি জমা দিন।

৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস জমা দিন।

প্রয়োজনীয় কাগজপত্রসমূহ

  • প্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় হালনাগদকৃত ট্রেড লাইসেন্স
  • ই-টিনআইএন/আয়কর প্রত্যয়নপত্র
  • প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা সম্পর্কিত মনোনীত ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  • স্বীকৃত চেম্বার/ব্যবসায় সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের হালনাগদকৃত সদস্যতা সনদ
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি
  • অংশীদারী ব্যবসায় হলে রেজিস্টার্ড অংশীদারী দলিল (আরজেএসসি/সাব-রেজিস্ট্রি অফিস হতে জারিকৃত)
  • লিমিটেড কোম্পনির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, আর্টিক্যাল অব এসোসিয়েশন, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন

রপ্তানি লাইসেন্স নিবন্ধন ফি হার

  • প্রাথমিক নিবন্ধন ফি হার – ৭,০০০ টাকা
  • নবায়ন ফি হার – ৫,০০০ টাকা

About The Author

Leave a Reply

× Contact Support!