Bangladesh Investment Development Authority (Bengali: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ; BIDA) সরকারী প্রতিষ্ঠান যারা বেসরকারী পর্যায়ে বিনিয়োগকে উৎসাহীত করতে উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান করে থাকে। বাংলাদেশের সকল শিল্প প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) নিবন্ধিত হওয়া প্রয়োজন। নির্ধারিত ফি এর বিনিময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) এর নিবন্ধন নিতে হয়। বিনিয়োগকৃত মূলধনের পরিমাণের উপর এই BIDA নিবন্ধন ফি নির্ধারিত হয়। অনলাইনে ক্রেডিট কার্ড/বিকাশ/সোনালী ব্যাংকের মাধ্যমে এই নিবন্ধন ফি পরিশোধ করা যায়।
বিডা নিবন্ধন ফি
- বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ১০ কোটি পর্যন্ত নিবন্ধন ফি ৫ হাজার টাকা
- বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ১০ কোটির অধিক হতে ২৫ কোটি পর্যন্ত নিবন্ধন ফি ১০ হাজার টাকা
- বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ২৫ কোটির বেশি হতে ৫০ কোটি পর্যন্ত নিবন্ধন ফি ২৫ হাজার টাকা
- বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ৫০ কোটির অধিক হতে ১০০ কোটি পর্যন্ত নিবন্ধন ফি ৫০ হাজার টাকা
- বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ১০০ কোটির অধিক হলে নিবন্ধন ফি ১লক্ষ টাকা
বিডা নিবন্ধন প্রক্রিয়া
বিনিয়োগকারীকে One Stop Service (OSS) Portal এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধপূর্বক বিডা নিবন্ধনের আবেদন করতে হবে। বিডা নিবন্ধনের আবেদনের জন্য উদ্যোক্তাকে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।
স্থানীয় বিনিয়োগ প্রকল্পের জন্য জমাকৃত কাগজপত্রাদিসমূহ
- ট্রেড লাইসেন্স
- পরিচালকদের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র
- আয়কর সনাক্তকরণ সার্টিফিকেট
- সংঘ স্মারক (Memorandum of Association) ও সংঘ বিধি (Articles of Association) এর অনুলিপি
- সার্টিফিকেট অফ ইন-কর্পোরেশন এর অনুলিপি
- প্রকল্পের জমি ক্রয়/ভাড়া সংক্রান্ত চুক্তি
- প্রকল্প ব্যয় ১০ কোটির বেশি হলে প্রকল্পের নকশা (Project profile)
- জাতীয় শিল্প নীতি, ২০১৬ এর অনুসারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় / অধিদপ্তর /পরিদপ্তর থেকে অনাপত্তিপত্র (NOC)
- বিআইডিএ নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে কোম্পানির বক্তব্য
বৈদেশিক বিনিয়োগ/যৌথ উদ্যোগ প্রকল্পের জন্য জমাকৃত কাগজপত্রাদিসমূহ
- ট্রেড লাইসেন্স
- পরিচালকদের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র
- আয়কর সনাক্তকরণ সার্টিফিকেট
- সংঘ স্মারক (Memorandum of Association) ও সংঘ বিধি (Articles of Association) এর অনুলিপি
- সার্টিফিকেট অফ ইন-কর্পোরেশন এর অনুলিপি
- প্রকল্পের জমি ক্রয় / ভাড়া সংক্রান্ত চুক্তি
- প্রকল্প ব্যয় ১০ কোটির বেশি হলে প্রকল্পের নকশা (Project profile)
- জাতীয় শিল্প নীতি, ২০১৬ এর অনুসারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় / অধিদপ্তর /পরিদপ্তর থেকে অনাপত্তিপত্র (NOC)
- বিআইডিএ নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে কোম্পানির বক্তব্য
- এনক্যাশমেন্ট সার্টিফিকেট
- কোম্পানির নিজস্ব প্যাডে উপস্থাপিত স্থানীয় ও আমদানিকৃত যন্ত্রপাতিগুলির তালিকা