রোহিঙ্গা নাগরিকদের ভোজ্য তেল সরবরাহে মূসক অব্যাহতি

Noor

Updated on:

vegetable oil VAT free

বিশ্ব খাদ্য র্কমসূচী ( World Food Programme বা WFP ) কর্তৃক কক্সবাজার জেলায় রোহিঙ্গা নাগরিকসহ অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিনামূল্যে ভোজ্যতেল ( Vegetable Oil/Soybean Oil) ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক) মওকুফ প্রদান করার সাধারণ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড আদেশ নং ৮/মূসক/২০২০ এ এই ব্যাপারে নির্দেশনা দেন।

বিশ্ব খাদ্য র্কমসূচী ( World Food Programme বা WFP ) স্থানীয় উৎপাদকের নিকট হতে ভোজ্যতেল ক্রয়পূর্বক কক্সবাজার জেলায় রোহিক্সগা নাগরিকসহ অন্যান্যদের মাঝে বিনামূল্যে বিতরণ করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচী এর মধ্যে সম্পাদিত চুক্তিতে বিধি ও পদ্ধতি অনুসরণে স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে ডঋচ এর সম্পাদিত চুক্তির আওতায় বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্ট লিমিটেড ও বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেড কর্তৃক সরবরাহকৃত প্রায় ৮০০ মেট্রিকটন ভোজ্য তেলে ওই ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

আদেশ নং ৮/মূসক/২০২০ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Leave a Comment