Bangladeshis can bring up to eight mobile phones as BTRC

বিদেশ থেকে আসার সময় সবাই আত্মীয়স্বজনদের জন্য মোবাইল ফোন নিয়ে আসেন। কিন্তু ব্যাগেজ বিধিমালা না জানা থাকার কারণে অনেকেই কাস্টমসের বিরম্বনায় পড়েন। তাই আজকে আমরা জানবো বিদেশ থেকে ফেরার সময় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিটিআরসির অনুমতি ছাড়াই একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসতে পারবেন এবং শতকরা কত হারে শুল্ক দিতে হবে?

  • বিদেশ থেকে ফেরার সময় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিটিআরসির অনুমতি ছাড়াই একজন ব্যক্তি সর্বোচ্চ মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসতে পারবেন – ৮টি
  • ব্যাগেজ বিধিমালার আওতায় বিনা শুল্কে বিদেশ থেকে আনা যাবে সর্বোচ্চ মোবাইল ফোন – ২টি
  • ২ এর অধিক ফোনের জন্য নির্ধারিত হারে শুল্ক দিতে হবে
মোবাইল ফোনের ধরণশুল্ক করের পরিমাণ
স্মার্ট ফোন৫৫.৬০%
নরমাল ফোন(বাটন ফোন)৩৪.০০%

এছাড়া ৮টি অধিক মোবাইলফোন হ্যান্ডসেট আমদানির ক্ষেত্রে আমদানির তারিখ হতে ০১ (এক) বছরের মধ্যে বিটিআরসি থেকে “ভেন্ডর এনলিস্টমেন্ট সার্টিফিকেট” গ্রহণ করতঃ সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উল্লেখিত অতিরিক্ত মোবাইল ফোন হ্যান্ডসেট কাস্টমস থেকে খালাস করতে পারবেন।

About The Author

Leave a Reply