ঈদের ছুটি

সরকার ঈদের আগে সকল কর্মচারীদের জন্য একটি সুখবর দিয়েছে যে ঈদের ছুটি এক দিন বাড়ছে। এর জন্য নির্বাহী আদেশে ২০ এপ্রিলও সরকারী ছুটি হিসাবে ঘোষণা করা হয়। ফলে এবারের ঈদে ছুটি মোট ৫ দিন। এই ছুটি শুরু হবে পবিত্র শবে কদরের দিন অর্থ্যাৎ ১৯ এপ্রিল থেকে।

এছাড়াও চাঁদ দেখা সাপেক্ষে, যদি ৩০ রোজা পূর্ণ হয় তবে ছুটি একদিন বাড়ানো হবে। তাই যারা ঈদে বাড়ী ফিরছেন তারা এইবার অতিরিক্ত সময় পরিবারের সাথে ছুটি কাটাবার সুযোগ পাবেন।

দুটি ছুটির মাঝে কর্মদিবস থাকলে নৈমিত্তিক ছুটির কিভাবে হবে ?

সাপ্তাহিক ছুটি বা অন্য কোন ছুটির মাঝে কর্মদিবস থাকলে ঐ দিনকে নৈমিত্তিক ছুটি হিসাবে মঞ্জুর করা যাবে না। উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, রবিবার কাজের দিন এবং সোমবার সরকারি ছুটি এ ক্ষেত্রে রবিবার নৈমিত্তিক ছুটি হিসাবে মঞ্জুর করা যাবে না। ছুটি মঞ্জুর করতে হলে রবিবার ও সোমবার দুদিন নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে হবে।

About The Author

Leave a Reply

× Contact Support!