গত ১৩ মার্চ ২০২৪ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। এই নোটিশে আয়কর আইন, ২০২৩ এর ২৬৫ ধারার অধীনে রিটার্ন দাখিলের প্রমাণ ব্যবসাস্থলে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
আয়কর আইন, ২০২৩ এর ২৬৫(১) ধারার মতে, যারা আয়কর আইনের অধীনে রিটার্ন দাখিলের জন্য বাধ্য, তাদের ব্যবসার স্থানে সহজে দৃশ্যমান এমন কোন স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন করতে হবে। যদি কোন করদাতা এই বিধান লঙ্ঘন করে, তাহলে আয়কর আইন, ২০২৩ এর ২৬৫(২) ধারা অনুযায়ী কর অধিদপ্তর তাকে ন্যূনতম ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে। এই নোটিশের মাধ্যমে এনবিআর আয়কর আইনের প্রতি করদাতাদের সচেতনতা বৃদ্ধি করতে চায় এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করতে চায়। রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শনের মাধ্যমে কর কর্মকর্তারা সহজেই কর ফাঁকি দেওয়া রোধ করতে পারবেন।
এনবিআরের এই নোটিশ সকল ব্যবসায়ী করদাতার জন্য গুরুত্বপূর্ণ। সকল করদাতাকে আইনের প্রতি মনোযোগী হতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের প্রমাণ ব্যবসাস্থলে প্রদর্শন করতে হবে।