Collection of tax on transfer of property

আয়কর আইনের ধারা ১২৫ এর অধীন উৎসে কর সংগ্রহের ক্ষেত্রে Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর section 17 এর sub-section (1) এর clauses (b), (c) বা (e) এর অধীন দলিল দস্তাবেজ নিবন্ধনের জন্য দায়িতত্রাপ্ত কোনো নিবন্ধন কর্মকর্তা কোনো দলিল দস্তাবেজ নিবন্ধন করিবেন না, যদি না এস আর ও নং -৩২৯-আইন/আয়কর-২২/২০২৩ অনুযায়ী সম্পত্তি হস্তান্তর হতে কর সংগ্রহ হার (New Registration Cost of Land and Flat) এর নির্ধারিত হারে কর পরিশোধের প্রমাণ হিসাবে পে-অর্জারের কপি নিবন্ধনের আবেদনের সহিত সংযুক্ত করেন।

উৎসে কর কর্তন বিধিমালা, ২০২৩ এর অধিকতর সংশোধনী করে এস আর ও নং -৩২৯-আইন/আয়কর-২২/২০২৩ অনুযায়ী New Registration Cost of Land and Flat প্রকাশ করা হয়। উক্ত এস.আর.ও.টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

About The Author

Leave a Reply

× Contact Support!