সিটিটাচ অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করবো?

Citytouch app registration

সিটিটাচ অ্যাপ হল সিটি ব্যাংকের একটি ডিজিটাল ব্যাংকিং অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে, সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ব্যাংকিং লেনদেন, বিল পরিশোধ, ঋণ গ্রহণ, বিনিয়োগ, এবং অন্যান্য সেবাগুলি ঘরে বসেই করতে পারেন। আপনি চাইলে খুব সহজেই সিটিটাচ অ্যাপ-এ ঘরে বসেই রেজিস্ট্রেশন করতে পারবেন। সিটিটাচ অ্যাপে রেজিস্ট্রেশন প্রসেস খুবই সহজ। এই লেখাটি সম্পূর্ণ পড়লে আপনি সহজেই ঘরে বসে সিটিটাচ অ্যাপটি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।

সিটিটাচ অ্যাপ এর সুবিধা

সিটিটাচ অ্যাপের মাধ্যমে যেসব সেবাগুলি গ্রহণ করা যায় তার মধ্যে রয়েছে:

  • অ্যাকাউন্ট ব্যালেন্স চেক
  • লেনদেনের বিবরণ দেখা
  • টাকা জমা, উত্তোলন, স্থানান্তর
  • বিল পরিশোধ
  • ঋণ গ্রহণ
  • বিনিয়োগ
  • লেনদেন ইতিহাস

সিটিটাচ অ্যাপ রেজিস্ট্রেশন প্রক্রিয়া। Citytouch App Registration

মাত্র কয়েকটি ধাপের মাধ্যমে আপনি সিটিটাচ অ্যাপটিতে রেজিস্ট্রেশন করে সফল ভাবে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আপনার সুবিধার্থে সিটিটাচ অ্যাপের সেলফ রেজিস্ট্রেশনের প্রসেসটি শেয়ার করা হলো –

ধাপ ১: অ্যাপ ডাউনলোড করুন

আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে “Citytouch” অ্যাপটি ডাউনলোড করুন।

ধাপ ২: অ্যাপ খুলুন

অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে, অ্যাপটি খুলুন।

ধাপ ৩: রেজিস্টার বোতামে ক্লিক করুন

New in Citytouch? Sign up now!” অপশনে ক্লিক করুন

ধাপ ৪: আপনার তথ্য প্রবেশ করুন

সিটিটাচ অ্যাপে আপনার সিটি ব্যাংক একাউন্ট অথবা কার্ড এর তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা যায়। আপনি যে তথ্য দিয়ে রেজিস্টেশন করতে চান সেই তথ্যের ট্যাব সিলেক্ট করুন এবং প্রয়োজনীয় তথ্য দিন। যেমন- আপনার সিটি ব্যাংক একাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চাইলে Sign up with Account সিলেক্ট করে আপনার অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নাম ও মোবাইল নম্বর দিতে হবে। একইভাবে সিটি ব্যাংকের কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইলে Sign up with Account Card সিলেক্ট করে আপনার কার্ডের নম্বর, কার্ডের নাম, ও মোবাইল নম্বর দিতে হবে।

পরিশেষে আপনার সিটিটাচ একাউন্টের জন্য আপনার পছন্দের মতো একটি ইউজার আইডি দিতে হবে।

ধাপ ৫: নিশ্চিতকরণ কোড প্রবেশ করুন

আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, আপনার ইমেইল এবং মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ কোড (OTP) পাঠানো হবে। নিশ্চিতকরণ কোডটি (OTP) প্রবেশ করার পর, আপনার সিটিটাচ অ্যাপের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করতে হবে, তাহলেই আপনার সিটিটাচ একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবং আপনি সিটিটাচ অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

শেষ কথা

আপনি কম্পিউটারের মাধ্যমে অনলাইনেও সিটিটাচ রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য যেকোন ওয়েব ব্রাউজারে যেয়ে citytouch লিখে সার্চে দিলে সার্চ রেজাল্টে প্রথম যে পেজ আসে সেখানে ক্লিক করুন অথবা https://www.citytouch.com.bd/CityBank/ লিংকে ক্লিক করুন, তারপর উপরের দেখানো ধাপসমূহ অনুসরণ করে সিটিটাচ রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

Leave a Comment