সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

কামরুল হাসান নূর

Updated on:

City Bank to bKash Fund Transfer

সিটি ব্যাংক থেকে বিকাশে সহজেই টাকা ট্রান্সফার বা টাকা আনা যায়। সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য আপনার অবশ্যই সিটি ব্যাংক অনলাইন একাউন্ট বা সিটিটাচ এ এক্সেস থাকতে হবে। https://www.citytouch.com.bd/ ওয়েব সাইট অথবা citytouch অ্যাপ ব্যবহার করে আপনার যদি সিটি ব্যাংক একাউন্ট থাকে তাহলে সহজেই সিটিটাচ এ সাইন আপ করে নিতে পারবেন।

সিটি ব্যাংকে অনলাইন ওয়েবসাইট https://www.citytouch.com.bd/ অথবা অ্যাপ citytouch ব্যবহার করে কিভাবে সিটি ব্যাংক থেকে মুহুর্তে কোন রকম ফি ছাড়ায় কিভাবেই বিকাশে টাকা ট্রান্সফার করতে পারি তার প্রতিটা ধাপ এইখানে আলোচনা করবো। যাহাতে যেকেউ সহজেই সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন। সুতরাং সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো এই লেখায়।

সিটি ব্যাংক অনলাইন থেকে বিকাশে টাকা ট্রান্সফার। City Bank Online to bKash Transfer

সিটি ব্যাংকের অনলাইন সার্ভিস থেকে বিকাশে টাকা ট্রান্সফার বা আনার জন্য আপনার অবশ্যই https://www.citytouch.com.bd/ ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকতে হবে। https://www.citytouch.com.bd/ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচের ধাপসমূহ অনুসরণ করে সিটি ব্যাংক অনলাইন থেকে সরাসরি বিকাশে টাকা পাঠাতে পারবেন।

১. সিটিটাচ একাউন্টে লগইন করার পরে উপরে Fund Transfer এ ক্লিক করুন।

২. Fund Transfer এ ক্লিক করার পরে নিচে বাম দিকে অনেক ধরনের Fund Transfer এর অপশন দেখতে পাবেন। আপনি যেহেতু সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে চাচ্ছেন তাই MFS Transfer এ ক্লিক করুন। MFS Transfer এ ক্লিক করার পরে ডানপাশে একটি ফরম দেখতে পাবেন যা আপনাকে পূরণ করতে হবে। যেহেতু আপনি প্রথমবারের মতো সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে চাচ্ছেন তাই আপনাকে যে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন তার তথ্য পূরণ করে Beneficiary তথ্য দিতে হবে। সেজন্য Add Beneficiary তে ক্লিক করুন।

MFS Transfer Add Beneficiary

৩. MFS Funds Transfer – Add Beneficiary আসলে প্রথমে MFS Type দেখতে পাবেন। MFS Type এ ক্লিক করে বিকাশ সিলেক্ট করুন এবং bKash Account এ বিকাশ নাম্বার, আর Nickname ঘরে ‍বিকাশ একাউন্টের নাম নিবন্ধন করুন। (Nickname ঘরে আপনার জন্য মনে রাখা সহজ হয় এমন নামও দিতে পারেন।)

City Bank Add Beneficiary

৪. Add Beneficiary ফরমে সকল তথ্য পূরণ হলে Next বাটনে ক্লিক করুন এবং সব ঠিকঠাক থাকলে Confirm বাটনে ক্লিক করে Beneficiary একাউন্টটি সেভ করুন।

City Bank beneficiary confirmation

৫. এবার আসুন আমরা যে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দেন। এর জন্য MFS Transfer এ যেয়ে MFS Type বিকাশ সিলেক্ট করুন। এরপরে যে Nickname এ বিকাশ নাম্বার Add Beneficiary তে সেভ করা আছে সেই নাম্বার সিলেক্ট করুন। তাহলে পরবর্তী ঘরগুলোতে অটোমেটিক তথ্য গুলো পূরণ হয়ে যাবে।

৬. From Account/Card এর ঘরে আপনার সিটিব্যাংক একাউন্ট নাম্বার সিলেক্ট করুন। ‍একাউন্ট সিলেক্ট করার পরে একাউন্ট নাম ও Available Balance দেখাবে। তার নিচে Transfer Amount এর ঘরে আপনি যত টাকা পাঠাতে চাচ্ছেন তত টাকা লিখুন।

৭. Remarks এর ঘরে যদি কোন রেফারেন্স দিতে চান তো দিতে পারেন।

৮. এখনই টাকা পাঠাতে চাইলে Pay Now এ রেডিও বাটন সিলেক্ট করুন আর পরে পাঠাতে চাইলে Schedule সিলেক্ট করে Payment Date ও অন্যান্য তথ্য দিন।

৯. উপরের সকল তথ্য ঠিকঠাক থাকলে, আপনি কিভাবে OTP পেতে চান তা সিলেক্ট করে দিতে হবে। OTP TypeSMS সিলেক্ট করুন যদি OTP মোবাইলে পেতে চান আর Email সিলেক্ট করুন যদি OTP ইমেইলে পেতে চান।

City Bank to bKash Fund Transfer

১০. উপরের সকল তথ্য ঠিক থাকলে Next বাটনে ক্লিক করুন এবং পরের পেজে Confirm বাটনে ক্লিক করুন।

১১. আপনার মোবাইল অথবা ইমেইলে একটি ৪ ডিজিটের OTP যাবে। OTP তে দিয়ে Transfer বাটনে ক্লিক করার সাথে সাথেই বিকাশ নাম্বারে উল্লেখিত টাকা চলে যাবে।

City Bank to bKash Fund Transfer

⭐️⭐️⭐️আমাদের সর্বশেষ আপডেট পেতে  Google News এ Follow করুন ⭐️⭐️⭐️

সিটিটাচ মোবাইল অ্যাপ থেকে বিকাশে টাকা ট্রান্সফার। Citytouch Mobile App to bKash

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে আপনার মোবাইলে সিটিটাচ অ্যাপটি ইন্সটল করে নিন এবং পরের ধাপগুলো অনুসরণ করে সিটিটাচ অ্যাপ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করুন।

১. প্রথমে সিটিটাচ মোবাইল অ্যাপে লগইন করে অ্যাপের নিচের দিকে Transfer এ ট্যাপ করুন।

২. স্ক্রিনে পরের যে পেজ আসবে এখান থেকে MFS Transfer ট্যাপ করুন।

Citytouch to bKash Fund Transfer

৩. তারপরে MFS এ বিকাশ সিলেক্ট করুন। এবং যে বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই বিকাশ আপনার সিটিটাচে যে নামে সেভ করা সেই নাম সিলেক্ট করুন। (যদি Beneficiary এর নাম আপনার সিটিটাচে সেভ করা না থাকে তাহলে পূর্বের পেজে Beneficiary Management সিলেক্ট করে Beneficiary এর বিকাশ নাম্বার ও নাম দিয়ে Beneficiary সেভ করে নিতে হবে।)

Citytouch Beneficiary Management

৪. এখন যথারীতি From Account/Card এর ঘরে আপনার সিটিব্যাংক একাউন্ট নাম্বার সিলেক্ট করুন এবং বিকাশে যত টাকা পাঠাতে চাচ্ছেন তত টাকা Transfer Amount লিখুন। OTP Type সিলেক্ট করুন এবং Next বাটনে ক্লিক করে Confirm করে OTP দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

বিকাশ অ্যাপ থেকে সিটি ব্যাংকের টাকা ট্রান্সফার

আপনি যদি বিকাশ অ্যাপের ভিতর থেকে অন্য কোন ব্যাংক থেকে টাকা আনতে চান এখন সেই সুবিধাও বিকাশ অ্যাপে আছে। আমরা এখানে কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে টাকা আনবেন সেই প্রক্রিয়াগুলো ধাপে ধাপে আলোচনা করেছি। তবে অন্য ব্যাংক থেকেও বিকাশে টাকা আনার পদ্ধতি প্রায় একই রকম।

১. প্রথমে বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি তে ট্যাপ করুন।

bKash Add Money

২. এরপর ব্যাংক টু বিকাশ এ ট্যাপ করুন।

Bank to bKash

৩. ব্যাংক টু বিকাশ এ দুই ভাবে বিকাশে এড মানি করতে পারবেন। ব্যাংক একাউন্ট সংযুক্ত করে অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। বর্তমানে অল্প সংখ্যাক ব্যাংক বিকাশের সাথে যোগ করা যায়। তবে ইন্টারন্টে ব্যাংকিং এ প্রায় সব ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশে টাকা আনা যায়। আমরা যেহেতু সিটি ব্যাংকের মাধ্যমে বিকাশে টাকা আনবো তাই ইন্টারন্টে ব্যাংকিং সিলেক্ট করে সিটি ব্যাংক এ ট্যাপ করুন।

bKash Internet Banking

৪. সিটি ব্যাংকে ট্যাপ করলে সিটিটাচ ডিজিটাল ব্যাংকিং এর পেজ আসবে। এখানে আপনার সিটিটাচের ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে উপর যেভাবে সিটি ব্যাংক অনলাইন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্ধতি দেখিয়েছি ঠিক সেই ধাপসমূহ অনুসরণ করে সহজেই সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন।

citytouch digital banking

সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর শর্তসমূহ

১. সর্বনিম্ন ৫০ টাকা, সর্বোচ্চ ৫০,০০০ টাকা সিটি ব্যাংক থেকে বিকাশে পাঠানো যাবে

২. প্রতিদিন ৫ লক্ষ টাকা পর্যন্ত সিটি ব্যাংক থেকে একাধিক বিকাশ/নগদ/ট্যাপ একাউন্টে পাঠানো যাবে

৩. প্রতিদিন ৫০,০০০ টাকা একটি বিকাশ একাউন্টে পাঠানো যাবে

৪. সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাতে কোন চার্জ প্রযোজ্য হবে না

৫. কোন একাউন্টে টাকা পাঠানোর পরে আরেক একাউন্টে টাকা পাঠাতে হলে ১০ মিনিট অপেক্ষা করতে হবে

৬. ক্রেডিট কার্ড থেকে বিকাশে টাকা আনতে হলে ২% প্রসেসিং চার্জ বা ১০০ টাকা যেটা বেশি হবে সেইটা সার্ভিস চার্জ দিতে হবে এবং উক্ত চার্জের এবং যার উপর ১৫% ভ্যাট

৭. ইসলামী ক্রেডিট কার্ডে ফান্ড ট্রান্সফারে ৫০০ টাকা এবং তার উপর ১৫% ভ্যাট দিতে হবে

৮. প্রিপেয়িড এবং ক্রেডিট কার্ডের লিমিটের সর্বোচ্চ ৫০% মোবাইল ব্যাংকিং এর ফান্ড ট্রান্সফার করা যাবে এবং প্রতিবার কমপক্ষে ৫০০ টাকা ফান্ড ট্রান্সফার করতে হবে।

শেষ কথা

আমরা এই লেখায় সিটি ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফারের সকল পদ্ধতি ছবিসহ দেখিয়েছি এবং সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর শর্তসমূহ আলোচনা করা হয়েছে। বিকাশ সম্পর্কে আরও নিত্য নতুন জানতে আমাদের বিকাশ সেকশনে ঘুরে আসতে পারেন। এছাড়া এই ওয়েবসাইটে আর কি ধরনের পোস্ট দেখতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Leave a Comment