বর্তমান সময়ে ইসলামী ব্যাংক পিএলসি এর মোবাইল ব্যাংকিং অ্যাপ সেলফিন বেশ জনপ্রিয়। বাংলাদেশে প্রাইভেট ব্যাংক গুলোর ভিতর ইসলামী ব্যাংক পিএলসি এর গ্রাহক সংখ্যা সর্বাধিক। আর এই গ্রাহকের একটা বড় অংশই ইসলামী ব্যাংক পিএলসি এর সেলফিন অ্যাপ ব্যবহার করে থাকেন। এই সেলফিন অ্যাপ ব্যবহার করে দ্রুত যেকোন ব্যাংকে টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, গ্যাস, বিদ্যুৎ বিল পেমেন্টসহ আরো অনেক ধরনের সেবা নেওয়া যায়। যার মধ্যে একটি জনপ্রিয় সেবা হচ্ছে সেলফিন থেকে বিকাশ বা নগদে সহজে টাকা পাঠানো। আপনার হাতে থাকা মোবাইলের সেলফিন অ্যাপ ব্যবহার করে মাত্র দুইমিনিটেই যেকোন বিকাশ বা নগদ নম্বরে টাকা পাঠানো যায়। সেলফিন থেকে বিকাশ বা নগদ এ টাকা পাঠানোর পদ্ধতি একই। আমি এই লেখায় সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম দেখালাম। আপনি একই পদ্ধতি অনুসরণ করে সেলফিন থেকে নগদেও টাকা পাঠাতে পারবেন।
সেলফিন থেকে বিকাশে টাকা পাঠাবেন যেভাবে
সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর (Cellfin to bKash Fund transfer) জন্য নিচের পদ্ধতিগুলো অনসুরণ করুন:
১. আপনার সেলফিন অ্যাপ লগইন করুন।
২. এখন সেলফিন অ্যাপের ড্যাশবোর্ড থেকে Fund Transfer এ ট্যাপ করুন।
৩. Fund Transfer এ টাকা পাঠানোর অনেকগুলো অপশন দেখা যাবে, এখান থেকে আপনি বিকাশে টাকা পাঠানোর জন্য বিকাশ ট্যাপ করুন।
৪. যেই বিকাশ নম্বরে টাকা পাঠাতে চাচ্ছেন সেই বিকাশ নম্বর টা লিখুন এবং Next বাটনে ট্যাপ করুন।
৫. সেলফিন, ইসলামী ব্যাংকের একাউন্ট, কার্ড বা এমক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানো যায়। আমি এখানে একাউন্ট সিলেক্ট করেছি। আপনার যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই একাউন্ট সিলেক্ট করুন।
৬. এবার নিচের এমাউন্টের (Amount) ঘরে যত টাকা পাঠাতে চান তত টাকা লিখুন এবং নোট (Note) এ কোন রেফারেন্স লিখুন (যেমন- ১, ২, অথবা কারও নাম)
৭. সর্বশেষ আপনার সেলফিনের ৬ ডিজিটের পিন নম্বর দিয়ে সাবমিট (Submit) বাটনে ট্যাপ করুন।
৮. পরের পেজে কনফারমেশন (bKash Confirmation) মেসেজ আসবে। কনফার্ম করার আগে বিকাশ একাউন্ট নম্বর ও আপনার পাঠানো এমাউন্টটা আরেকবার ভালোভাবে দেখে নিন। সবঠিক থাকলে Confirm বাটনে ট্যাপ করুন।
৯. বিকাশে টাকা ট্রান্সফার হলে নিচের ছবির মতো একটি বিকাশ ট্রান্সফার রিসিপ্ট পাবেন। আপনি প্রয়োজনে রিসিপ্টটি ডাউনলোড করে রাখতে পারেন।
সচারচর জিজ্ঞাসা
সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য চার্জ কত টাকা?
সেলফিন অ্যাপ ব্যবহার করে সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য কোনও চার্জ নেই।
সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য কত সময় লাগে?
সেলফিন অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য সাধারণত মিনিটখানেক সময় লাগে।
শেষ কথা
সেলফিন এ প্রতিদিনই সেবার কার্যক্রম বাড়ছে। তাই আশা করছি সেলফিন সম্পর্কে আরও পোস্ট আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত আসবে। সেলফিন সম্পর্কে আপনি কি ধরনের পোস্ট দেখতে চান, তা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটে আপডেট করার চেষ্টা থাকবে।