বিকাশে বিদ্যুৎ বিল কিভাবে দিতে হয়

ওমর সালেহীন

Updated on:

Bidyut Bill Payment Through bKash

একটা সময় বিদ্যুৎ বিল পরিশোধ করা ছিলো কিছুটা ঝামেলার কাজ। হয়তো আপনাকে ব্যাংকে গিয়ে অনেক সময় ধরে লাইনে দাড়িয়ে থেকে তা পরিশোধ করতে হয়েছে। তবে এখন বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে গেছে একদম সহজ। আপনি যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনার বিল পরিশোধ করে ফেলতে পারবেন। যাই হোক, এই পোস্টে আমরা দেখবো বিকাশে বিদ্যুৎ বিল কিভাবে দিতে হয়। চলুন তাহলে শুরু করা যাক।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বিকাশে প্রিপেইড বা পোস্ট পেইড যেকোনো ধরণের বিল পরিশোধের সুযোগ রয়েছে। প্রথমে বিকাশ একাউন্টে ব্যালেন্স চেক করে নিন, তারপর বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

অ্যাপ দিয়ে প্রিপেইড বিল বিকাশ করার নিয়ম

আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১। বিকাশ অ্যাপে লগ ইন করুন।

২। হোম পেজ থেকে “পে বিল” অপশনটি সিলেক করুন।

৩। বিভিন্ন অপশনের মধ্যে “বিদ্যুৎ” অপশনের উপর ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন।

৪। বিদ্যুৎ গ্রাহকের একাউন্ট নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিন।

৫। রিচার্জ এমাউন্ট লিখে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে “পে বিল” সম্পন্ন করুন।

৬। পে করার পর বিলের ডিজিটাল রিসিট দেখতে পাবেন।

৭। প্রিপেইড বিল দেয়ার পর কিছুক্ষণের মধ্যে এসএমএস-এর মাধ্যমে আপনি একটি টোকেন নাম্বার পাবেন। এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার না পেলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে মেসেজ করুন 04445616247 নাম্বারে।

৮। উক্ত টোকেন নাম্বার আপনার বিদ্যুতের মিটারে প্রবেশ করালে, বিদ্যুৎ বিল দেয়া সম্পন্ন হবে এবং আপনার মিটারে তা অটোমেটিক আপডেট হবে।

অ্যাপ দিয়ে পোস্টপেইড বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম

আপনার বাসায় যদি পোস্টপেইড বিদ্যুৎ মিটার থাকে এবং আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে পোস্টপেইড বিদ্যুৎ বিল বিকাশ বা পরিশোধ করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১। বিকাশ অ্যাপে লগ ইন করুন।

২। বিকাশের হোম পেজ থেকে “পে বিল” সিলেক্ট করুন।

৩। “বিদ্যুৎ” অপশনে ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন।

৪। বিলের সময়সীমা সিলেক্ট করুন ও একাউন্ট নাম্বার দিন।

৫। বিলের পরিমাণ দেখে নিয়ে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে “পে বিল” সম্পন্ন করুন।

৬। এবার বিলের ডিজিটাল রিসিট স্ক্রিন থেকে দেখে নিন।

বিকাশ অ্যাপ থেকে পল্লি বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

উপরে উল্লেখিত নিয়মে আপনি আপনার পল্লি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে “পে বিল” অপশনে গিয়ে “বিদ্যুৎ সিলেক্ট করার পর সরবরাহকারী প্রতিষ্ঠানের নামের জায়গায় পল্লি বিদ্যুৎ খুজে নিন। তারপর যথা নিয়মে আপনি আপনার বিল পরিশোধ করুন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের চার্জ

বিকাশ অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে একদম ফ্রিতে। প্রতি মাসে ফ্রিতে একটি বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ চারটি পর্যন্ত বিদ্যুৎ বিল বিকাশ করা ঘায়। তবে চারটির বেশি হলে প্রতি বিলে মোট বিলের ১% করে চার্জ কাটা হবে।

শেষকথা

আপনার যদি বিকাশ একাউন্ট খোলা থাকে তাহলে সহজেই আপনি বিকাশ একাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধসহ আর বিভিন্ন ধরনের সেবা ঘরে বসেই নিতে পারবেন। আগে যেমন মোবাইল রিচার্জ করতে মোবাইল রিচার্জের দোকানে যেত হতো, এখন আপনি বিকাশের মাধ্যমেই মোবাইল রিচার্জ করতে পারবেন। বিকাশ, নগদ সহ মোবাইল ব্যাংকিং আপনাদের দৈনন্দিন কাজগুলো অনেক সহজ করে দিয়েছে।

বিকাশ নিয়ে আমাদের অন্যান্য পোস্টসমূহ

Open bKash Account from Abroadবিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
bKash Cash Outবিকাশ থেকে টাকা তোলার নিয়ম
City Bank to bKash Fund Transferসিটি ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

Leave a Comment