যেসব পণ্যের দাম বাড়তে পারে

কামরুল হাসান নূর

Updated on:

যেসব পণ্যের দাম বাড়তে পারে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছেন তাতে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানিশুল্ক অথবা মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) বাড়ানো হয়েছে। এতে এসব পণ্য আমদানিতে ব্যয় বাড়তে বাড়তে পারে। কিছু ক্ষেত্রে দেশে উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে বাড়তি কর দিতে হবে। ফলে দাম বাড়তে পারে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে

দামি গাড়ি

নির্মাণ সামগ্রী

জমি ও ফ্লাট রেজিস্ট্রেশন

সিগারেট

বাসমতি চাল

কাজুবাদাম

সোনা

খেজুর

সিমেন্ট, রড

এলপিজি সিলিন্ডার

ভ্রমণ খরচ

প্লাস্টিকের গৃহস্থালি পণ্য

ফ্রিজ

ফ্যান ও এক্সেলেটর

কিচেনওয়ার

টিস্যু

ন্যাপকিন

কোমল পানীয়

ওভেন, টেবিলওয়্যার

কলম ও চশমা

Leave a Comment