BSTI বাধ্যতামূলক পণ্যের তালিকা ২০২০

দেশের একমাত্র মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সিটিটিউট (BSTI) পণ্য ও সেবার মান প্রণয়ন এবং গুণগতমান ও পরিমাপ নিশ্চিতকরণসহ এতদসংশ্লিষ্ট সেবাসমূহকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের পাশাপাশি ভোক্তা স্বার্থ রক্ষাসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এই প্রতিষ্ঠানের কাজ হলো- খাদ্যদ্রব্য, কৃষিপণ্য, পাটবস্ত্র, রাসায়নিক পদার্থ এবং বৈদ্যুতিক প্রযুক্তি পণ্যের মান নিয়ন্ত্রণ এবং তদারকি করা। বর্তমানে ১৮১ পণ্যে বাধ্যতামূলকভাবে BSTI এর অনুমোদন নিতে হয়। এছাড়া BSTI প্রয়োজনে অন্য পণ্যেও অনুমোদন দিতে পারে।

প্রতিবছরই BSTI বাধ্যতামূলক অনুমোদনযোগ্য পণ্যের তালিকা প্রকাশ করে থাকে। ২০২০ সালের যে ১৮১ পণ্যে বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে, তার তালিকাটি নিচের ডাউনলোড লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন

About The Author

Leave a Reply

× Contact Support!