বিকাশে অটো-রিচার্জ সুবিধা চালু করলে, মোবাইল ব্যালেন্স শেষ হওয়ার আগেই নির্দিষ্ট পরিমাণ অর্থ স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হবে। এই সুবিধা চালু থাকলে, গ্রাহকের মোবাইল ব্যালেন্স ১০ টাকা বা তার কম হলেই বিকাশ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে। রিচার্জ এমাউন্টটি গ্রাহক নিজেই নির্ধারণ করতে পারবেন। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে এই সুবিধা চালু করা যায়।
আজকের লেখায় বিকাশ অটো রিচার্জ চালু করার নিয়ম, বিকাশ অটো রিচার্জের শর্তাবলী ও বিকাশ অটো রিচার্জ পরিবর্তন বা বন্ধ করার পদ্ধতি নিয়ে বিস্তারিত দেখানো হবে।
বিকাশ অটো রিচার্জ চালু করার নিয়ম
বিকাশ অ্যাপ বা বিকাশ *247# ডায়াল করে বিকাশ অটো রিচার্জ চালু করা যায়। আমরা এইখানে দুই পদ্ধতিই আলোচনা করবো। আপনার সুবিধাজনক পদ্ধতি অনুসরণ করে বিকাশ অটো রিচার্জ সার্ভিসটি চালু করে নিন।
বিকাশ অ্যাপ থেকে বিকাশ অটো রিচার্জ চালু করুন
বিকাশ অ্যাপ থেকে অটো রিচার্জ সেবাটি চালু করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুণ:
১, বিকাশ অ্যাপটি খুলুন।
২, বিকাশ অ্যাপের মেনুতে মোবাইল রিচার্জ লেখায় ট্যাপ করুন।
৩. আপনার মোবাইল নম্বরটি সিলেক্ট করুন।
৪. পরের পেজে “অটো রিচার্জ চালু করুন” এর পাশে রেডিও বাটনটি বামদিকে টেনে অন করে দিন।
৫. এখন নিচের ঘরে যতটাকা অটো রিচার্জ করতে চান ততটাকা লিখুন।
৬. এরপর আপনার বিকাশ পিন নম্বরটি দিন।
৭. কনফারমেশন স্ক্রিনে ট্যাপ করে আপনার বিকাশ অটো রিচার্জ এমাউন্টটি নিশ্চিত করুন।
*247# ডায়াল করে বিকাশ অটো রিচার্জ সেট করার নিয়ম
যাদের মোবাইলে বিকাশ অ্যাপ নেই তারা বিকাশ ডায়াল কোড *247# ডায়াল করেও বিকাশ অটো রিচার্জ অপশনটি চালু করতে পারেন। *247# ডায়াল করে বিকাশ অটো রিচার্জ চালু করার ধাপসমূহ নিম্নরুপ:
১. *২৪৭# ডায়াল করে ৩ নম্বর অপশন সিলেক্ট করতে ৩ লিখুন।
২, আপনার মোবাইল অপারেটরের নাম সিলেক্ট করুন। যেমন- ১ নম্বরে রবি দেওয়া আছে। আপনার মোবাইল অপারেটর রবি হলে ১ লিখুন।
৩, এখন অটো রিচার্জের জন্য ৩ লিখুন।
৪. অটো রিচার্জ চালু করতে ১ চাপুন।
৫, পছন্দের এমাউন্ট সিলেক্ট করুন। যদি স্ক্রিনে উল্লেখিত এমাউন্ট ছাড়া অন্য কোন এমাউন্ট সেট করতে চান তাহলে ৪ চাপুন।
৬, আপনাকে নিশ্চিত করন মেসেজ দিবে এবং আপনার বিকাশ অটো রিচার্জ চালু হয়ে যাবে।
বিকাশ অটো রিচার্জের শর্তাবলী
বিকাশ অটো রিচার্জ চালু করতে নিচের শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে:
- গ্রাহকের অবশ্যই বিকাশ একাউন্ট থাকতে হবে এবং শুধুমাত্র নিজের নাম্বারেই রিচার্জ করতে পারবেন
- শুধুমাত্র এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি নাম্বারে প্রিপেইড গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন
- রিচার্জ অ্যামাউন্টটি (২০ টাকা -১০০০ টাকা) অবশ্যই আগে থেকে নির্ধারণ করে দিতে হবে
- গ্রাহকের মোবাইলের ব্যালেন্স ১০ টাকা কিংবা তার কম হওয়া মাত্র অটো-রিচার্জ সুবিধা চালু হয়ে যাবে
- গ্রাহকের বিকাশ একাউন্টে অবশ্যই অটো-রিচার্জের জন্য পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে
- গ্রাহক দিনে ৩ বার অটো-রিচার্জ সুবিধা গ্রহণ করতে পারবেন
- যদি আপনার নির্ধারিত অটো-রিচার্জ পরিমাণের সাথে সংশ্লিষ্ট কোনো রিচার্জ প্যাক থাকে, তবে সেই প্যাকটি মোবাইল অপারেটর দ্বারা সক্রিয় হতে পারে।
অটো রিচার্জ পরিবর্তন বা বন্ধ করবেন যেভাবে
বিকাশ অটো রিচার্জ চালু করার মতো অটো রিচার্জ বন্ধ করা বা পরিবর্তন করাটাও সহজ। এখানে বিকাশ অ্যাপ এবং *২৪৭# ডায়াল করে অটো রিচার্জ পরিবর্তন বা বন্ধ করার পদ্ধতি বিস্তারিত দেখানো হলো।
বিকাশ অ্যাপ ব্যবহার করে অটো রিচার্জ পরিবর্তন বা বন্ধ করুন
১. বিকাশ অটো রিচার্জ পরিবর্তন বা বন্ধ করা জন্য একই ভাবে বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ সিলেক্ট করে আপনার মোবাইল নম্বর সিলেক্ট করুন এবং অটো রিচার্জ সেটিংসে যান।
২, অটো রিচার্জ সেটিংয়ে আপনার পূর্বের সেট করা অটো রিচার্জ এমাউন্ট দেখতে পাবেন। এখন যদি অটো রিচার্জ অ্যামাউন্ট পরিবর্তন করতে চান তাহলে অ্যামাউন্ট পরিবর্তন করুন লেখায় ট্যাব করুন এবং নিচে আপনি যে অ্যামাউন্ট সেট করতে চান সেই অ্যামাউন্ট লিখে, বিকাশ পিন দিয়ে নতুন অটো রিচার্জ অ্যামাউন্ট নিশ্চিত করুন।
৩. আর যদি অটো রিচার্জ বন্ধ করতে চান তাহলে অটো রিচার্জ চালু করুন লেখার পাশের রেডিও বাটনটি ডানপাশে টেনে দিন তখন মোবাইলে একটি নোটিফিকেশ আসবে, যেখানে লেখা থাকবে যে, “আপনি কি নিশ্চিত যে আপনার অটো রিচার্জ বন্ধ করতে চাচ্ছেন?” আপনি কনফার্ম করুন লেখায় ট্যাপ করে অটো রিচার্জ বন্ধ করুন।
*২৪৭# ডায়াল করে অটো রিচার্জ পরিবর্তন বা বন্ধ করুন
*২৪৭# ডায়াল করে বিকাশ অটো রিচার্জ পরিবর্তন বা বন্ধ করতে হলে ৩ লিখুন এবং তারপর আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন। যেমন- আমার মোবাইল অপারেটর বাংলালিংক হওয়াতে আমি ৩ লিখে বাংলালিংক সিলেক্ট করলাম। এবার অটো রিচার্জ সেট করতে ৩ লিখুন।
অটো রিচার্জ অ্যামাউন্ট পরিবর্তন করতে হলে ২ লিখে পূর্বের মতো অ্যামাউন্ট চেঞ্জ করতে ৪ লিখুন এবং আপনার নতুন অ্যামাউন্টটি লিখুন।
আর অটো রিচার্জ বন্ধ করতে অটো রিচার্জ সেট অপশনে যেয়ে ৩ লিখুন। ব্যস, আপনার বিকাশ অটো রিচার্জ সেবাটি বন্ধ হওয়ার একটি কনফারমেশন মেসেজ পাবেন।
বিকাশ অটো রিচার্জের সীমাবদ্ধতা:
- এই সার্ভিসটি শুধুমাত্র বিকাশ অ্যাকাউন্টধারীদের জন্য উপলব্ধ।
- এই সার্ভিসটি শুধুমাত্র এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি গ্রাহকদের জন্য উপলব্ধ।
- এই সার্ভিসটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে।
শেষ কথা
আশা করি এই লেখাটি আপনাকে বিকাশ অটো রিচার্জ চালু এবং বন্ধ করতে সহায়তা করবে। বিকাশ অটো রিচার্জ সার্ভিসটি ব্যবহার করে আপনি আপনার সময় এবং অর্থ বাঁচাতে পারেন এবং আপনার মোবাইল ফোনের ব্যালেন্স শেষ হওয়ার বিষয়ে চিন্তা করতে হবে না। বিকাশ এমন নতুন নতুন সেবা প্রতিদিনই তার গ্রাহকদের দেওয়ার চেষ্টা করছে আর আমাদের চেষ্টা থাকবে এই সেবা সম্পর্কিত খবর আপনাদের নিকট পৌছে দেওয়া। এই লেখাটি ভালো লাগলে আপনি আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করুন এবং আমাদের গুগল নিউজ ফলো করুন যাতে নিত্য নতুন সকল লেখায় আপনি পড়তে পারেন।