what vat is not deducted at source

মূল্য সংযোজন কর আইন অনুসারে নির্ধারিত পণ্য ও সেবার উপর উৎসে কর্তনকারী সত্তার উৎসে মূসক কর্তন করার বিধান থাকলেও কয়েকটি ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। মূল্য সংযোজন কর ও আদায় বিধিমালা, ২০২০ এর ৫ ধারায় যেসকল ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না তা হলো:

(১) সরবরাহকারী ১৫ (পনেরো) শতাংশ হারে মূসক আরোপিত রহিয়াছে এইরুপ কোনো পণ্য উক্ত হার উল্লেখপূর্বক ফরম মূসক ৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না।

(২) মূল্য সংযোজন কর ও আদায় বিধিমালা, ২০২০ এর ৩ অধ্যায়ে উল্লেখিত উৎসে মূসক কর্তনযোগ্য সেবাসমূহ ২০২০-২০২১ ব্যতিত কোন সরবরাহকারী ১৫ (পনেরো) শতাংম হারে মূসক আরোপিত রহিয়াছে এইরুপ কোনো সেবা, উক্ত হার উল্লেখপূর্বক ফরম মূসক ৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না।

(৩) জ্বালানী তেল, গ্যাস, পানি (ওয়াসা), বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিসেবার বিল পরিশোধের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না।

(৪) আইনের প্রথম তফসিলে উল্লেখিত পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না।

(৫) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ২১ এর আওতায় শূণ্যহার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না।

About The Author

Leave a Reply

× Contact Support!