VDS Rate 2024-2025

বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভ্যাট বা মূল্য সংযোজন কর। এই কর ব্যবস্থার একটি অংশ হলো “উৎসে ভ্যাট কর্তন”। সরকারি রাজস্ব আহরণের পাশাপাশি অর্থনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২০২৪-২০২৫ অর্থবছরে উৎসে ভ্যাট কর্তনের হারে কিছু পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনগুলি ব্যবসায়ীরা সহ সকল করদাতার উপর প্রভাব ফেলবে। ফলে, উৎসে ভ্যাট কর্তনের হার সম্পর্কে বিস্তারিত জানা প্রত্যেকের জন্যই জরুরি। এই লেখায় পণ্য ও সেবার ক্ষেত্রে কখন উৎসে ভ্যাট কর্তন করতে হবে, কে উৎসে ভ্যাট কর্তন করবে এবং পণ্য ও সেবার উৎসে ভ্যাট কর্তন হার ২০২৪-২০২৫ সম্পর্কে আলোচনা করা হলো।

উৎসে ভ্যাট কর্তন কী?
কখন উৎসে ভ্যাট কর্তন করতে হবে?
কে উৎসে ভ্যাট কর্তন করবে?
উৎসে ভ্যাট কর্তন হার ২০২৪-২০২৫

উৎসে ভ্যাট কর্তন কী?

উৎসে ভ্যাট কর্তন বলতে বোঝায় যখন কোন পণ্য বা সেবার মূল্য পরিশোধ করা হয়, তখন মূল্য পরিশোধকারী ব্যক্তি যদি উৎসে মূসক কর্তনকারী সত্তা হয়ে থাকে তাহলে তিনি উক্ত পণ্য বা সেবার মূল্যের বিপরীতে নির্ধারিত হারে ভ্যাট কেটে রাখেন এবং উক্ত ভ্যাটের টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করেন।

কখন উৎসে ভ্যাট কর্তন করতে হবে?

উৎপাদনকারী নিকট থেকে পণ্য সরবরাহ, অন্যান্য ক্ষেত্রে পণ্য সরবরাহ, এবং সেবার ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ উৎসে ভ্যাট কর্তন করা হয়ে থাকে। যেমন- উৎপাদনকারী যদি মূসক ৬.৩ এর মাধ্যমে পণ্য সরবরাহ করে তাহলে উৎসে ভ্যাট কর্তন করতে হবে না, উৎপাদনকারী ব্যতিত অন্যান্য পণ্য সরবরাহকারী যার ভ্যাট হার ১৫% তাকে অবশ্যই মূসক ৬.৩ এর সহিত পণ্য সরবরাহ করতে হবে নতুবা উক্ত পণ্য সরবরাহের উপর উৎসে ভ্যাট কর্তন করা হবে। আবার যেসকল পণ্যের ভ্যাট হার স্ট্যান্ডার্ড ভ্যাট হার (১৫%) নহে, সেসকল পণ্যের ক্ষেত্রে পণ্যের মূল্যের সহিত মূসক ৬.৩ চালান সরবরাহ করুক অথবা না করুক, সকল ক্ষেত্রেই ‍উৎসে ভ্যাট কর্তন করতে হবে।

সেবা সরবরাহের ক্ষেত্রে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২১ এর বিধি ৩ এ সর্বমোট ৪৩টি সেবার নাম উল্লেখ করা হয়েছে যেসকল সেবার মূল্য পরিশোধ করার সময় আবশ্যিকভাবে উৎসে মূসক কর্তন করতে হবে।

এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠান নির্ধারিত কিছু পরিষেবা বিলের ক্ষেত্রে গ্রাহকের বিল হলে উৎসে মূসক কর্তন করে থাকে।

কখন উৎসে ভ্যাট কর্তন করতে হবে সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই লেখাটি পড়ুন

কে উৎসে ভ্যাট কর্তন করবে?

বাংলাদেশের মূল্য সংযোজন কর আইন অনুযায়ী, নিম্নলিখিত ধরনের প্রতিষ্ঠানগুলোকে উৎসে মূসক কর্তন করতে হয়:

  • সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান: সরকার, সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, স্থানীয় সরকার ইত্যাদি।
  • বেসরকারি সংস্থা: এনজিও, বেসরকারি উন্নয়ন সংস্থা ইত্যাদি।
  • আর্থিক প্রতিষ্ঠান: ব্যাংক, বীমা কোম্পানি ইত্যাদি।
  • শিক্ষা প্রতিষ্ঠান: মাধ্যমিক বা তার চেয়ে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।
  • কোম্পানি: লিমিটেড কোম্পানি।
  • বড় ব্যবসায়ী: বার্ষিক টার্নওভার যাদের ১০ কোটি টাকার বেশি।

সহজ কথায় বলতে গেলে, বাংলাদেশে বড় ধরনের ব্যবসা বা প্রতিষ্ঠান হলে সাধারণত উৎসে মূসক কর্তন করতে হয়।

উৎসে ভ্যাট কর্তন হার ২০২৪-২০২৫

উৎসে ভ্যাট কর্তন হার বলতে মূলত নির্ধারিত সেবার ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন হারকেই বোঝানো হয়ে থাকে। কারণ, উৎপাদনকারীর নিকট থেকে পণ্য সরবরাহ নিলে, উৎপাদনকারী যদি পণ্যের মূল্য তালিকার সাথে মূসক ৬.৩ ভ্যাট চালান সরবরাহ করে তখন আর উৎসে ভ্যাট কর্তন করার প্রয়োজন হয় না। আবার উৎপাদনকারী ব্যতিত পণ্য সরবরাহকারীর ক্ষেত্রে ভ্যাট হার ১৫% না হলে অথবা মূসক ৬.৩ সরবরাহ না করলে উৎসে ভ্যাট কর্তন করার বিধান রয়েছে। আর সেবার ক্ষেত্রে মোট ৪৩টি সেবার তালিকা দেওয়া হয়েছে যেই ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন করা বাধ্যতামূলক। সকলের সুবিধার জন্য বাধ্যতামূলক উৎসে মূসক কর্তনের ৪৩টি সেবার তালিকা ও উৎসে ভ্যাট কর্তন হার উল্লেখ করা হলো।

৪৩টি সেবার বাধ্যতামূলক উৎসে ভ্যাট কর্তন হার ২০২৪-২০২৫

ক্রম নংসেবার কোডসেবার বিবরণমূসক উৎসে কর্তন হার
S০০১.১০
S০০১.১০
S০০১.২০
ক) এসি হোটেল
খ) নন এসি হোটেল
গ) রেঁস্তোরা (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন তারকা বা তদুর্ধ মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্বলিত হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছেএমন রেস্টুরেন্ট ব্যতীত)
১৫%
৭.৫%
৫%
S০০২.০০ডেকোরেটর্স ও ক্যাটারার্স১৫%
S০০৩.১০মোটর গাড়ীর গ্যারেজ ও ওয়ার্কশপ১০%
S০০৩.২০ডকইয়ার্ড১০%
S০০৪.০০নির্মাণ সংস্থা৭.৫%
S০০৭.০০বিজ্ঞাপনী সংস্থা১৫%
S০০৮.১০ছাপাখানা১০%
S০০৯.০০নিলামকারী সংস্থা১৫%
S০১০.১০ভূমি উন্নয়ন সংস্থা২%
১০S০১০.২০ভবন নির্মাণ সংস্থা
ক) ১ থেকে ১৬০০ বর্গফুট পর্যন্ত
খ) ১৬০১ বর্গফুট হইতে তদূর্ধ্ব
গ) পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে
২%
৪.৫%
২%
১১S০১৪.০০ইন্ডেটিং সংস্থা৫%
১২S০১৫.১০ফ্রেইড ফরোয়াডার্স১৫%
১৩S০২০.০০জরিপ সংস্থা১৫%
১৪S০২১.০০প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা১৫%
১৫S০২৪.০০আসবাবপত্র বিপণন কেন্দ্র
ক) উৎপাদন পর্যায়ে (উৎপাদক কারখান হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করিলে মূসক ১৫%)
খ) বিপণন পর্যায়ে (শোরুম) (উৎপাদন পর্যায়ে ৭.৫% হারে মূসক পরিশোধের চালানপত্র থাকা সাপেক্ষে অন্যথায়, ১৫%)
৭.৫%
৭.৫%
১৬S০২৮.০০কুরিয়ার (Courier) ও এক্সপ্রেস মেইল সার্ভিস১৫%
১৭S০৩১.০০পনের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা১০%
১৮S০৩২.০০কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজরি ফার্ম১৫%
১৯S০৩৩.০০ইজারাদার১৫%
২০S০৩৪.০০অডিট এন্ড একাউন্টিং ফার্ম১৫%
২১S০৩৭.০০যোগানদান (Procurement Provider)৭.৫%
২২S০৪০.০০সিকিউরিটি সার্ভিস১৫%
২৩S০৪৩.০০টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী১৫%
২৪S০৪৫.০০আইন পরামর্শক১৫%
২৫S০৪৮.০০পরিবহন ঠিকাদার
ক) পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে
খ) অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে
৫%
১০%
২৬S০৪৯.০০যানবাহন ভাড়া প্রদানকারী১৫%
২৭S০৫০.১০আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর১৫%
২৮S০৫০.২০গ্রাফিক ডিজাইনার১৫%
২৯S০৫১.০০ইজ্ঞিনিয়ারিং ফার্ম১৫%
৩০S০৫২.০০শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী১৫%
৩১S০৫৩.০০বোর্ড সভায় যোগাদানকারী১০%
৩২S০৫৪.০০উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী১৫%
৩৩S০৫৮.০০চার্টাড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী১৫%
৩৪S০৬০.০০নিলামকৃত পণ্যের ক্রেতা১৫%
৩৫S০৬৫.০০ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা১০%
৩৬S০৬৬.০০লটারির টিকিট বিক্রয়কারী১৫%
৩৭S০৬৭.০০ইমেগ্রেশন উপদেষ্টা১৫%
৩৮S০৭১.০০অনুষ্ঠান আয়োজক১৫%
৩৯S০৭২.০০মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান১৫%
৪০S০৯৯.১০তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services)৫%
৪১S০৯৯.২০অন্যান্য বিবিধ সেবা১৫%
৪২S০৯৯.৩০স্পন্সরশীপ সেবা (Sponsorship Services)১৫%
৪৩S০৯৯.৫০ক্রেডিট রেটিং এজেন্সি৭.৫%

স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী” সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী কর্তৃক ভাড়ার উপর ১৫% হারে সমুদয় মূসক ‍আদায় করতে হবে।

Download Service VDS Rate 2024-2025 PDF

সেবা উৎসে ভ্যাট কর্তন হার ২০২৪-২০২৫ pdf ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

উপসংহার

ভ্যাট ব্যবস্থা আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারের রাজস্ব আহরণের একটি অন্যতম খাত। কিন্তু মাঠ পর্যায়ে ভ্যাট আহরণের জন্য সরকারের পর্যাপ্ত লোকবল সংকটের কারণে আইনের মাধ্যমে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারী প্রতিষ্ঠানগুলোকে এই ভ্যাট আহরনের দায়িত্ব দেওয়া হয়েছে। যারা সরকারের পক্ষ হতে ভ্যাট আহরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সরকারী কোষাগারে জমা দিবে। তাই এই বিষয়ে জানাটা সকলের জন্যই গুরুত্বপূর্ণ।

আমরা প্রতিনিয়ত বিভিন্ন সেবা নিয়ে থাকি। সেবার ভ্যাট হার ২০২৪-২০২৫ সম্পর্কে জানতে এইখানে ক্লিক করুন। আর ভ্যাট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও উত্তর জানতে আপনি আমাদের ওয়েবসাইটের ভ্যাট বিভাগে ঘুরে আসতে পারেন।

About The Author

Leave a Reply