TRP Circular Re-Advertisement

যারা আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) হিসাবে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসাবে তালিকাভুক্তির জন্য কর অভিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন আহবান করেছে। আবেদন করার সর্বশেষ তারিখ ১০/০৭/২০২৪

আয়কর রিটার্ন প্রস্তুতকারী (TRP) এর যোগ্যতা

  • সরকারি চাকরিতে কর্মরত নন এরুপ বাংলাদেশি নাগরিক
  • নূন্যতম স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
  • স্বাভাবিক ব্যক্ত করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সম্যক ধারণা,
  • কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ববহারিক জ্ঞান
  • টিআইএনধারী হতে হবে এব হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক
  • আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ অনুযায়ী কর আইনজীবী হিসাবে স্বীকৃত ব্যক্তিবর্গের ক্ষেত্রে টিআরপি এর আবেদনের প্রেক্ষিতে কোন প্রকার পরীক্ষা গ্রহণ ব্যতিরেকে বিসিএস কর একাডেমী কর্তৃক তাদের যোগ্যতার সনদ ও হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক যাচাইপূর্বক সুপারিশের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড হতে আয়কর রিটার্ন প্রস্তুতকারী সনদ প্রদান করা হবে

কিভাবে টিআরপি এর জন্য আবেদন করতে হবে?

টিআরপি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আগ্রহী প্রার্থীকে http://bcsta.teletalk.com.bd/ এর মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে যা যা প্রয়োজন হবে

  • রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ pixel)
  • স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel)
  • আবেদন ফি ১১১২ টাকা
  • আবেদনকারীর ব্যক্তিগত তথ্য

TRP Circular টি বিস্তারিত দেখতে এইখানে ক্লিক করুন

About The Author

Leave a Reply