Download Lost TIN Certificate

টিন সার্টিফিকেট হারিয়ে গেলে অনলাইনে কিভাবে আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত দেখুন।

আপনার টিন সার্টিফিকেট হারিয়ে গেলে চিন্তিত হবেন না! আজকের লেখায়, আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজেই আপনার হারানো টিন সার্টিফিকেট পুনরুদ্ধার করতে পারবেন। আমরা এখানে হারানো টিন সার্টিফিকেট বের করার মোট তিনটি পদ্ধতি আলোচনা করেছি। সবগুলো পদ্ধতি হয়তো আপনার জন্য প্রযোজ্য হবে না, আপনার জন্য যে পদ্ধতি প্রযোজ্য সেই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে, আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করলে অবশ্যই আপনি আপনার হারানো টিন সার্টিফিকেট পুনরায় ডাউনলোড করতে পারবেন। তবে এর জন্য আপনাকে আমাদের সম্পূর্ণ লেখাটায় ভালোভাবে অনুসরণ করতে হবে।

পদ্ধতি-১: টিন নম্বর দিয়ে টিন সার্টিফিকেট বের করার নিয়ম

আপনার টিন নম্বর যদি জানা থাকে তাহলে আপনি eReturn এর ওয়েবসাইট থেকে সহজেই টিন সার্টিফিকেট বের করতে পারবেন। তবে এর আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর প্রয়োজন হবে। TIN Number ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিচের পদ্ধতি অনুসরণ করে টিন সার্টিফিকেট বের করতে পারবেন।

১. টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট বের করার জন্য প্রথমে ভিজিট করুন https://etaxnbr.gov.bd এবং eReturn অপশনে যান।

e return

২. এখন Registration বাটনে ক্লিক করলে Sign Up পেজ আসবে যেখানে টিন নম্বর, মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে Verify বাটনে ক্লিক করুন।

e return sign up

৩. আপনার মোবাইল নম্বর ঠিক থাকলে মোবাইল নম্বরে ৬ সংখ্যার OTP পাঠানো হবে। OTP দিন, আপনার পছন্দমতো একটি পাসওয়ার্ড সেট করুন এবং Submit বাটনে ক্লিক করুন। পাসওয়ার্ডটি অবশ্যই Capital Letter+Small Letter+Number+Mark ব্যবহার করে সেট করুন। যেমন: Dhaka123 #

৪. পাসওয়ার্ড সেট সফলভাবে সম্পন্ন হলে আপনি পুনরায় E Return সিস্টেমে Sign In এ আপনার টিন নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে Sign In বাটনে ক্লিক করে E Return সিস্টেমে প্রবেশ করুন।

৫. E Return সিস্টেমের বামপাশে ড্যাশবোর্ডে Tax Record অপশন থেকে TIN Certificate লিংকে ক্লিক করুন। Download বাটনে ক্লিক করে আপনার হারানো টিন সার্টিফিকেটটি PDF হিসেবে ডাউনলোড করতে পারবেন।

পদ্ধতি-২: E TIN ওয়েবসাইট থেকে টিন সার্টিফিকেট বের করার নিয়ম

আর যদি এমন হয় যে, আপনার টিন নম্বর মনে নাই, তাহলে আপনি e-TIN Registration ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তবে e-TIN Registration ওয়েবসাইটে লগইন করতে হলে আপনার e-TIN Registration ওয়েবসাইটের ইউজার নাম ও পাসওয়ার্ড জানা লাগবে। আপনার যদি ইউজার নাম ও পাসওয়ার্ড জানা থাকে তাহলে সহজেই লগনই করে টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ইউজার নাম ও পাসওয়ার্ড জানা না থাকে তাহলে কিভাবে আপনি e-TIN Registration ওয়েবসাইটের ইউজার নাম ও পাসওয়ার্ড উদ্ধার করবেন এবং টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন সম্পূর্ণ বিষয়ই এই লেখায় আমরা উপস্থাপন করবো।

e Tin User name বের করুন

১. ই-টিন Username বের করার জন্য e Tin Registration ওয়েবসাইটের ভিজিট করুন এবং Forgot Password লেখা ট্যাবে ক্লিক করুন।

২. এখন Password Recovery পেজে Forgot My User Name এর রেডিও বাটন সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।

How to recover User ID from E TIN site

৩. পরের পেজে Country বাংলাদেশ সিলেক্ট করুন এবং Mobile এর ঘরে আপনি e Tin রেজিষ্ট্রেশন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছেন। আপনাকে সেই মোবাইল নম্বর টি প্রদান করতে হবে এবং ক্যাপচা লিখে Next এ ক্লিক করুন। কোন মোবাইল নম্বর দিয়ে TIN করেছেন মনে না থাকলে আপনার সম্ভাব্য মোবাইল নম্বর দিয়ে চেষ্টা করে দেখুন। যদি কোন মোবাইল নম্বর TIN Application এ ব্যবহার না হয়ে থাকে, UserID is Inactive এমন মেসেজ দেখতে পাবেন।

E TIN Registration User ID Recovery

৪. আপনার মোবাইল নম্বর টিআইএন রেজিস্ট্রেশনে ব্যবহার হয়ে থাকলে, আপনি নিচের মত একটি পেইজ দেখতে পাবেন। এখানে একটি সিকিউরিটি প্রশ্ন দেওয়া হবে।

Security Question in TIN Registration

৫. e Tin Username ও Password পুনরুদ্ধার করার জন্য আপনার সিকিউরিটি প্রশ্নের সঠিক উত্তরটি লিখতে হবে। যেহেতু এই প্রশ্নটি আপনার তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে তাই আপনি এই উত্তরটি জানবেন। যদি উত্তর না মেলে তাহলে সম্ভাব্য উত্তর দিয়ে চেষ্টা করুন।

সিকিউরিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে, মোবাইল নম্বরটি ভেরিফিকেশন করার জন্য আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি Verification Code পাঠানো হবে। এই ধাপে আপনার মোবাইলে প্রাপ্ত ৪ ডিজিটের ভেরিফিকেশন কোড লিখুন এবং মোবাইল নম্বর লিখে Submit করুন। Submit করার সাথেই আপনার টিআইএন একাউন্টের ইউজার আইডি দেখতে পাবেন।

Recover User ID in E TIN

e Tin Password বের করুন

e Tin Registration ওয়েবসাইটের ইউজার নাম জানা না থাকলে উপরের নিয়ম অনুসরণ করে আপনি জেনে নিন আর যদি জানা থাকে কিন্তু পাসওয়ার্ড মনে না থাকে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে e Tin Registration ওয়েবসাইটের লগইন পাসওয়ার্ড বের করে নিন।

ইটিন রেজিস্ট্রেশন ওয়েবসাইটের পাসওয়ার্ড বের করার জন্য আবারও e Tin Registration ওয়েবসাইটে যান এবং Forgot Password এ ক্লিক করুন।

পরের পেজে Forgot My Password লেখা রেডিং বাটন সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

How to recovery password from E TIN

এখন আপনার User ID ও ক্যাপচা লিখুন এবং Next এ ক্লিক করুন।

Recover password from E TIN

আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি Verification Code যাবে। উক্ত ভেরিফিকেশন কোডটি Type the Verification Code এর ঘরে লিখে Recover My Account এ ক্লিক করুন।

Recover my password OTP

Change password লেখা একটি পেজ আসবে, যেখানে আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। PasswordRetype Password ঘরে আপনার পছন্দের পাসওয়ার্ডটি লিখুন এবং Submit এ ক্লিক করুন। ব্যস, আপনার কাজ সমাপ্ত। ইটিন রেজিস্ট্রেশন ওয়েবসাইটে আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন আপনি ইটিন ওয়েবসাইটে লগনইন করে টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

টিআইএন সার্টিফিকেট ডাউনলোড

TIN Certificate Download এর জন্য e Tin Registration ওয়েবসাইটে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

লগইন করার পরে পেজের বাম পাশে View TIN Certificate লেখায় ক্লিক করলে টিন সার্টিফিকেটটা দেখতে পাবেন। সার্টিফিকেটের নিচে Print Certificate এ ক্লিক করে টিন সার্টিফিকেট প্রিন্ট করে নিতে পারেন। আর টিন সার্টিফিকেট পিডিএফ ডাউনলোড করতে Save Certificate বাটনে ক্লিক করুন।

Download TIN Certificate from E TIN

পদ্ধতি-৩: এনআইডি দিয়ে টিন সার্টিফিকেট বের করার নিয়ম

উপরে দেখানো দুইটি পদ্ধতির কোনটির মাধ্যমেও যদি আপনি টিন সার্টিফিকেট বের করতে না পারেন তাহলে সরাসরি ট্যাক্স অফিসে যেয়ে আপনার এনআইডি নম্বর দিয়ে টিন সার্টিফিকেট বের করতে পারবেন অথবা এনবিআর এর হেল্পলাইন 09611-777111 or 333 এ ফোন দিয়েও টিন সার্টিফিকেট বের করার জন্য প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন।

শেষকথা

হারানো টিন সার্টিফিকেট বের করার সকল ধরনের উপায় সম্পর্কেই এই লেখায় বিস্তারিত উল্লেখ করেছি। একজন ব্যক্তি তার এনআইডি দিয়ে শুধুমাত্র একবারই টিন করতে পারবেন। তাই আমাদের পরমার্শ থাকবে আপনার টিন সার্টিফিকেটটি সযত্নে সংগ্রহ করে রাখুন।

আমাদের এই ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত সকল ধরনের তথ্য পর্যায়ক্রমে প্রকাশিত হচ্ছে। আয়করের নিত্য নতুন আদেশ ও আয়কর সংক্রান্ত সকল তথ্য সম্পর্কে জানতে আমাদের আয়কর বিভাগে আমন্ত্রণ রইল।

About The Author

Leave a Reply