Tax Payment A Challan

সরকার এ চালান A chalan (Automated Chalan System) চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই আপনি অনলাইনে আপনার পাসপোর্ট, আয়কর, ভ্যাট ও শুল্কের টাকা জমা দিতে পারবেন। এ চালানের (A chalan) মাধ্যমে জমার ক্ষেত্রে সরাসরি অনলাইনে বিভিন্ন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারেন অথবা এ চালান তৈরি করে যেকোন ব্যাংক কাউন্টারে জমা দিতে পারেন। এই লেখাতে অনলাইনে কিভাবে সহজেই আয়করের রিটার্নের টাকা জমা দেওয়া যায় তা বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করবো।

ধাপ ১: এ চালান সিস্টেম এ প্রবেশ করুন – Enter A Chalan System

প্রথমে আপনার গুগল সার্চে যেয়ে a chalan লিখে সার্চ দিয়ে প্রথম যে লিংক আসবে সেই লিংকে প্রবেশ করুন অথবা সরাসরি এখানে ক্লিক করে এ চালান সিস্টেমে প্রবেশ করুন।

আপনার এ চালান এ একাউন্ট করা থাকলে সরাসরি ইউজার ও পাসওয়ার্ড দিয়ে এ চালানের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। আর যদি ইউজার ও পাসওয়ার্ড না থাকে তাহলে নিচের এখানে ক্লিক করে কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়া চালান এন্ট্রি করা যাবে লেখাতে ক্লিক করে কোন রকম রেজিস্ট্রেশন ছাড়ায় এ চালানের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

মোবাইল দিয়ে এ চালান ব্যবহার করতে হলে আপনার এ চালানের এপ ডাউনলোড করে নিতে হবে। এ চালান এপ ডাউনলোড করতে আপনার এন্ড্রয়েড এর এপ এর লিংকে ক্লিক করুন।

ধাপ ২: আপনার তথ্য প্রবেশ করান – Input Your Information

এ চালানের নিচের ছবির মতো একটা ড্যাশবোর্ড আপনার কম্পিউটারে দেখা যাবে। যেখান থেকে আপনি এনবিআর এর জমা লেখার উপর মাউসের কার্সর এনে আয়কর লেখা সিলেক্ট করুন।

A Chalan Dashboard

এখন আপনাকে অর্থনৈতিক কোড-এর বিবরণ দিতে হবে। আপনার আয়কর বর্ষ সিলেক্ট করুন। যেহেতু বর্তমান করবর্ষ ২০২২-২০২৩ তাই আমি এখানে ২০২২-২০২৩ করবর্ষ সিলেক্ট করেছি।

আমি যেহেতু ব্যক্তিগত করদাতার আয়করের টাকা পরিশোধ করবো তাই আয়করের ধরনে কোম্পানী ব্যতিত অন্য ব্যক্তি (person) কর্তৃক দেয় আয়কর অপশনটি সিলেক্ট করেছি।

আয়কর ধারাতে আমি ৭৪ রিটার্নের সাথে পরিশোধিত কর (74 Tax with Return) সিলেক্ট করেছি যেহেতু আমি রিটার্নের সাথে আয়করের টাকা পরিশোধ করবো।

পরের ঘরে আপনার পরিশোধিত টাকার পরিমাণটা লিখুন এবং OK বাটনে ক্লিক করুন।

Input Tax payer information in A Chalan

এখন ৩নং যে ব্যক্তি/প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে ঘরে যেহেতু ব্যক্তিগত করদাতার আয়করের রিটার্নের টাকা জমা দিতে চাচ্ছেন তাই ব্যক্তি সিলেক্ট করুন। কোম্পানীর পক্ষে টাকা জমার ক্ষেত্রে প্রতিষ্ঠান/সংস্থা সিলেক্ট করতে হবে।

নিচে ৩টা অপশন পাবেন। জাতীয় পরিচয়পত্র, টিআইএন, অন্যান্য। এই ৩টার ভিতরে আপনি টিআইএন সিলেক্ট করুন।

নিচে যে নতুন ঘর আসবে সেখানে আপনার 4 লিখে Check TIN এ ক্লিক করুন। যোগাযোগের জন্য মোবাইল নম্বর ঘরে আপনার মোবাইল নম্বর এবং তার নিচের ইমেইল ঘরে আপনার ইমেইল আইডি বসে যাবে।

Input TIN number in A Chalan

৫ নং অর্থ পরিশোধের জন্য ব্যাংক নির্বাচন ঘরে আপনি ২টা অপশন পাবেন। অনলাইন ব্যাংকিং অথবা ব্যাংক কাউন্টারে জমা। আপনি চাইলে আপনার চালানটি প্রিন্ট করে যেকোন ব্যাংকে যেয়ে জমা দিতে পারেন।

আমরা এখানে দেখাবো কিভাবে ঘরে বসেই অনলাইনে ব্যাংকের মাধ্যমে এ চালানের টাকা জমা দেওয়া যায়। যেসকল ব্যাংকের মাধ্যমে অনলাইনে এ চালানের টাকা জমা দেওয়া যায় তার তালিকা দেখতে পাচ্ছেন। এ চালানে আপনি ডাচ ব্যাংলার মোবাইল ফিনিয়ান্সিয়াল সার্ভিস রকেট এর মাধ্যমেও আয়কর রিটার্নের টাকা জমা দিতে পারবেন। যাই হোক আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে চাচ্ছেন সেই ব্যাংক সিলেক্ট করুন। তারপর নিচের Save বাটনে ক্লিক করুন। আমরা এইখানে ডাচবাংলা ব্যাংক সিলেক্ট করেছি, আপনি আপনার নির্দিষ্ট ব্যাংক সিলেক্ট করুন।

A Chalan Online Banking

ধাপ ৩: অনলাইনে আয়করের টাকা জমা – Pay Tax Online

পরের ধাপে Confirmation মেসেজ আসবে এবং এখান থেকে যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং যে মাধ্যমে টাকা জমা দিতে চান সেই মাধ্যম সিলেক্ট করে একদম নিচে Proceed to Pay বাটনে ক্লিক করুন। এ চালানের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করলে আপনার আয়করের টাকার সাথে Convenience Fee আরও ২০ টাকা অতিরিক্ত চার্জ করবে।

Proceed to Pay তে ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit বাটনে ক্লিক করলে পরের পেজে পেমেন্ট কনফারমেশন এর জন্য আসবে।

DBBL Nexus Payment Gateway

আপনার মোবাইলে একটি যাবে। কোড সিস্টেমে প্রবেশ করিয়ে সাবমিট করলে কিছুক্ষনের ভিতর আপনার পেমেন্ট কনফার্ম হয়ে এ চালানের কপি আপনার মনিটরে আসবে যা আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার কম্পিউটারে সেভ করেও রাখতে পারেন। নিচে এ চালানের একটা নমুনা আপনাদের বোঝার সুবিধার জন্য দিয়ে দিলাম।

A Chalan Sample

About The Author

Leave a Reply

× Contact Support!