tax free income 2024

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আইটি খাতে করমুক্ত সুযোগের ঘোষণা!

২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মাসুদ আহমেদ মুশরিফ “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে আইটি খাতে বিশেষ সুযোগের ঘোষণা করেছেন। এই ব্লগ পোস্টে আমরা আলোচনা করব করমুক্ত আয়সীমা ২০২৪ এবং করমুক্ত আয়ের খাতসমূহ।

করমুক্ত আয়সীমা ২০২৪-২০২৫

করমুক্ত আয়সীমা বলতে বোঝায় একটি নির্দিষ্ট আয়সীমা পর্যন্ত কর দিতে হয় না। প্রস্তাবিত বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মানে হলো, কোনো ব্যক্তির বার্ষিক আয় যদি সাড়ে ৩ লাখ টাকার বেশি না হয়, তাহলে তাকে কোনো আয়কর দিতে হবে না। তবে মহিলা ও ৬৫ বছর বা তদ্ধূর্ধ্ব বয়সের করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা। প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গ করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার জন্য এই করমুক্ত সীমা ৫ লাখ টাকা।

আইটি খাতে করমুক্ত সুযোগ

অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত আইটি খাতের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অর্জিত আয় করমুক্ত থাকবে। তবে শর্ত থাকে যে, উক্ত ব্যক্তির সকল ব্যবসায়িক কার্যক্রম ক্যাশলেস হতে হবে। করমুক্ত আয়ের খাতসমূহ হলো:

  • আই বেজড্ সলিউশন ডেভেলপমেন্ট
  • ব্লকচেইন বেজড্ সলিউশন ডেভেলপমেন্ট
  • রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং
  • সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস
  • সাইবার সিকিউরিটি সার্ভিস
  • ডিজিটাল ডেটা এনালাইটিক্স ও ডেটা সাইয়েন্স
  • মোবাইল অ্যাপ্লিকেশ ডেভেলপমেন্ট সার্ভিস
  • সফটওয়ার টেস্ট ল্যাব সার্ভিস
  • ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস
  • আইটি সহায়তা ও সফওয়ার মেইনটেন্যান্স সার্ভিস
  • জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস
  • ডিজিটাল এনিমেশন ডেভেলপমেন্ট
  • ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন
  • ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং
  • ই-লার্নিং প্লাটফর্ম ও ই-পাব্লিকেশন
  • আইটি ফ্রিল্যান্সিং
  • কল সেন্টার সার্ভিস
  • ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং

শেষকথা

সরকার করমুক্ত আয়সীমা পূর্বের ন্যায় অপরিবর্তিত রেখেছে। তবে আইটি খাতের করমুক্ত সীমার ক্ষেত্রে কয়েকটি নতুন সেবা অন্তর্ভুক্ত করেছে আবার কিছু আইটি সেবাকে করমু্ক্ত সেবার সুবিধা রোধ করেছে।

About The Author

Leave a Reply