tax exemption

সকল আয়েরই কর দিতে হয় না। সরকার বিশেষ কিছু খাতের আয় ও বিনিয়োগ বাড়াতে সেই সকল আয়কে করমুক্ত এবং কর অব্যাহতির সুবিধা ঘোষণা করেছে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের কয়েকটি খাত নিচে দেওয়া হলোঃ

(১) সরকারি চাকুরিজীবী করদাতা যদি চাকুরীর দায়িত্ব পালনের জন্য কোন বিশেষ ভাতা, সুবিধা বা আনুতোষিক (perquisite) পান
(২) পেনশন
(৩) অংশীদারী ফার্ম হতে পাওয়া মূলধনী মুনাফার (ফার্ম কর্তৃক কর পরিশোধিত) অংশ
(৪) ২ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত গ্রাচুইটি প্রাপ্তি
(৫) প্রভিডেন্ট ফান্ড (এ্যাক্ট, ১৯২৫ অনুযায়ী) থেকে প্রাপ্ত অর্থ
(৬) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থ
(৭) স্বীকৃত সুপারএ্যানুয়েশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ
(৮) বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) এর আওতাধীন যে কোন ব্যক্তি কর্তৃক প্রাপ্ত অংশের ৫০,০০০ টাকা অব্যহতি
(৯) মিউচুয়্যাল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত আয় (সুদ, মুনাফা বা ডিভিডেন্ট)
(১০) পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি কর্তৃক প্রদত্ত নগদ লভ্যাংশ ৫০,০০০ টাকা পর্যন্ত
(১১) সরকারি নিরাপত্তা জামানতের সুদ যা সরকার করমুক্ত বলে ঘোষণা করেছে
(১২) রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পাহাড়ী অধিবাসীর দ্বারা এই জেলাগুলোতে পরিচালিত আর্থিক কর্মকান্ডের ফলে প্রাপ্ত আয়
(১৩) আয়কর অধ্যাদেশের আওতায় জারিকৃত কোন প্রজ্ঞাপন অনুযায়ী কর অব্যাহতি বা হ্রাসকৃত কর হারের সুবিধা গ্রহণকারী করদাতা ব্যতীত অন্যান্য করদাতার রপ্তানি ব্যবসা হতে প্রাপ্ত আয়ের ৫০%
(১৪) আয়ের একমাত্র উৎস ’কৃষি খাত’ হলে কৃষি খাত হতে আয় ২,০০,০০০ টাকা পর্যন্ত
(১৫) সফটওয়ার তৈরিসহ তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট কয়েকটি খাতের ব্যবসায় আয়। খাতগুলো সমূহ- (i) Software development; (ii) Software or application customization; (iii) Nationwide Telecommunication Transmission Network (NTTN); (iv) Digital content development and management; (v) Digital animation development; (vi) Website development; (vii) Web site services; (viii) Web listing; (ix) IT process outsourcing; (x) Website hosting; (xi) Digital graphics design; (xii) Digital data entry and processing; (xiii) Digital data analytics; (xiv) Geographic Information Services (GIS); (xv) IT support and software maintenance service; (xvi) Software test lab services; (xvii) Call center service; (xviii) Overseas medical transcription; (xix) Search engine optimization services; (xx) Document conversion, imaging and digital archiving; (xxi) Robotics process outsourcing; (xxii) Cyber security services; (xxiii) Cloud service; (xiv) System Integration; (xv) elearning platform; (xvi) e-book publications; (xvii) Mobile application development service; (xviii) IT Freelancing
(১৬) হাঁস-মুরগীর খামার হতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রথম ২০ লক্ষ টাকা পর্যন্ত ‘শূন্য’ হারে, পরবর্তী ১০ লক্ষ টাকা আয়ের উপর ৫% হারে এবং অবশিষ্ট আয়ের উপর ১০% হারে কর প্রদেয় হবে (এসআরও নং-২৫৪-আইন/আয়কর/২০১৫)
(১৭) হাঁস-মুরগী, চিংড়ী ও মাছের হ্যাচারী এবং মৎস্য চাষ হতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রথম ১০ লক্ষ টাকা পর্যন্ত ‘শূন্য’ হারে পরবর্তী ১০ লক্ষ টাকা আয়ের উপর ৫% হারে এবং অবশিষ্ট আয়ের উপর ১০% হারে কর প্রদেয় হবে;
(১৮) জিরো কূপন বন্ড থেকে উদ্ধৃত আয়
(১৯) কতিপয় ক্ষেত্র ব্যতীত ব্যক্তি করদাতা কর্তৃক স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানির শেয়ার বিক্রয় হতে অর্জিত মূলধনী মুনাফা
(২০) হস্তশিল্পজাত পণ্য রপ্তানি হতে উদ্ভূত আয়
(২১) পেনশনার সঞ্চয়পত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্রমযোজিত বিনিয়োগ হতে অর্জিত সুদ আয়
(২২) ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার নভেস্টমেন্ট বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, পাউন্ড স্টারলিং ইনভেস্টমেন্ট বন্ড এবং পাউন্ড স্টারলিং প্রিমিয়াম বন্ড- এই ৭টি বন্ড হতে অর্জিত সুদ আয়কে করমুক্ত করা হয়েছে
(২৩) যেকোন পণ্য প্রস্তুতির সাথে সম্পৃক্ত রয়েছে এবং বার্ষিক টার্ণওভার ৫০ লক্ষ টাকার অধিক নহে যে কোন Small and Medium Enterprise (SME) হতে এবং নারী উদ্যোক্তার জন্য বার্ষিক টার্নওভার ৭০ লক্ষ টাকা পর্যন্ত
(২৪) বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত সম্মানী বা ভাতা কিংবা সরকার কর্তৃক প্রদত্ত কল্যাণ ভাতা;
(২৫) সরকারের নিকট হতে গৃহীত কোন পদক /পুরস্কার
(২৬) কোন Elderly care home পরিচালনা হতে অর্জিত আয়
(২৭) বাংলাদেশের কোন নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে উপার্জিত বৈদেশিক মুদ্রা (foreign remittance) আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে আনয়ন করলে, উক্ত বাংলাদেশী নাগরিকের বিদেশে ‍উপার্জিত আয়।

করমুক্ত আয়সমূহ করদাতার মোট আয়ের অন্তর্ভূক্ত হবে না। এটি করমুক্ত আয়ের কলামে প্রদর্শন করতে হবে।

About The Author

Leave a Reply

× Contact Support!