কৃষিখাত আয়ে যেসব ক্ষেত্রে কর অব্যহতি পাওয়া যায়

agriculture-income tax-exemption

কৃষিই আমাদের সম্পদ। তার বাংলাদেশ সরকারে কৃষি কাজে নিয়োজিত উদ্যোগকে উৎসাহিত করতে কৃষিখাতে আয়ের উপর বিশেষ করঅব্যহতির ঘোষণা দিয়েছেন। আয়ের একমাত্র উৎস ‘কৃষি খাত’ হলে কৃষি খাত হতে আয়ের করমুক্ত সীমা হবে স্বাভাবিক করমুক্ত সীমা থেকে আরও অতিরিক্ত ২,০০,০০০ টাকা পর্যন্ত।

এই ‍সুবিধা তার জন্য প্রযোজ্য হবে, যদি উক্ত ব্যক্তি-

(ক) পেশায় একজন কৃষক হন

(খ) সংশ্লিষ্ট আয়বর্ষে নিম্নবর্ণিত আয় ব্যতীত কোন আয় না থাকে, যথা:-

  • জমি চাষাবাদ হতে উদ্ভূত আয়
  • সুদ বা মুনাফা বাবদ অনধিক ২০ হাজার টাকা আয়

কৃষি হতে আয়ের করমুক্ত সীমা

করদাতার প্রকৃতিকরমুক্ত সীমা
৬৫ বছরের নীচে পুরুষ করদাতার ক্ষেত্রে ৩,৫০,০০০+২,০০,০০০=৫,৫০,০০০ টাকা
মহিলা করদাতা বা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার ক্ষেত্রে ৪,০০,০০০+২,০০,০০০=৬,০০,০০০ টাকা
প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে ৪,৭৫,০০০+২,০০,০০০=৬,৭৫,০০০ টাকা
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে ৫,০০,০০০+২,০০,০০০=৭,০০,০০০ টাকা

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর এসআরও এর মাধ্যমে হাস-মুরগীর খামার, মৎসচাষীদের আয়ের উপর যে বিশেষ হ্রাসকৃত করহার এর সুবিধা ছিলো, সেই সুবিধাসমূহ আয়কর আইন ২০২৩ এ সেই বিষয়ে কোন এসআরও প্রকাশিত না হওয়ায় আমার মতে হাস-মুরগীর খামার, মৎসচাষীদের আয়ের উপর হ্রাসকৃত করহার সুবিধা এখন আর প্রযোজ্য হবে না।

Leave a Comment