Tax exempt income of cooperative societies

সমবায় সমিতির জন্য দারুন সুখবর যে, তাদের কার্যক্রমকে উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইনের ধারা ৭৯ এর মাধ্যমে কতিপয় কার্যক্রম হতে অর্জিত আয় প্রদেয় কর হতে অব্যাহতি প্রদান করেছে।

সমবায় সমিতির কর অব্যাহতি প্রাপ্ত আয়সমূহ

কোনো সমবায় সমিতি কর্তৃক নিম্নবর্ণিত কার্যক্রম হতে অর্জিত আয় প্রদেয় কর হতে অব্যাহতি প্রাপ্ত হইবে, যথা:-

(ক) ফসল উৎপাদন

(খ) কুটির শিল্প পরিচালনা

(গ) ইহার সদস্যগণ কর্তৃক কৃষিজাত পণ্য বাজারজাতকরণ।

ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “কুটির শিল্প” অর্থ একটি উদ্যোগ, যাহা জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধনপ্রাপ্ত নহে, যেখানে-

(ক) ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একজন বিনিয়োগকারী, পূর্ণসময়কালীন কর্মী এবং প্রকৃত উদ্যোক্তা

(খ) ব্যবসা প্রতিষ্ঠানের প্লান্ট, যন্ত্রপাতি ও উপকরণে বিনিয়োগকৃত মূলধন আয়বর্ষের যেকোনো সময়ে ২৫ (পঁচিশ) লক্ষ টাকা অতিক্রম করে না

(গ) মালিক ও তাহার পরিবারের সদস্যসহ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যা ১৫ (পনেরো) জনের অধিক নহে।

About The Author

Leave a Reply

× Contact Support!