যেসকল অনিবাসী বাংলাদেশে বিভিন্ন সেবার বিনিময়ে অর্থ উপার্জন করেন তাদের সেবার বিপরীতে অর্থ প্রদানের সময় অর্থ প্রদানকারী নির্ধারিত হারে উৎসে আয়কর কর্তন করে থাকেন। এই লেখায় অনিবাসী অর্থ, অনিবাসীদের আয় হতে কর কর্তন হার (Tax deduction rate from non-resident income 2023-2024), অনিবাসী করদাতার পক্ষে মূলধনি আয় উদ্ভূত হলে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
কাদেরকে অনিবাসী বলা হয়?
আয়কর আইনের ধারাসমূহ ২(৪৫) এবং ২(৪) এর মাধ্যমে অনিবাসী এর সংজ্ঞায়িত করা হয়েছে। সহজ ভাষায় যারা নিবাসী নয়, তারাই অনিবাসী। তাই অনিবাসী জানতে হলে, আগে আমাদের আয়কর আইন অনুযায়ী নিবাসী এর সংজ্ঞা জানতে হবে।
যদি কোন ব্যক্তি কোন অর্থ বৎসরে একটানা বা অনিয়মিতভাবে কমপক্ষে ১৮৩ (একশত তিরাশি) দিন বাংলাদেশে থাকেন অথবা কোন ব্যক্তি অর্থ বৎসরে একটানা বা অনিয়মিতভাবে কমপক্ষে ৯০ (নব্বই) দিন বাংলাদেশে অবস্থান করেন এবং এর পূর্ববর্তী ৪ (চার) বছরে একটানা বা অনিয়মিতভাবে সর্বমোট কমপক্ষে ৩৬৫ (তিনশত পয়ষট্টি) দিন বাংলাদেশে অবস্থান করেন, তাহলে তিনি নিবাসী হিসাবে গণ্য হবেন।
অর্থ্যাৎ আয়কর আইনে নিবাসী বা অনিবাসীর সংজ্ঞায় নাগরিকত্ব গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের নাগরিক নয়, এমন কোন ব্যক্তিও যদি উপরের শর্ত পালনে করে বাংলাদেশে অবস্থান করতে পারেন তাহলে তিনিও নিবাসী করদাতা হিসাবে গণ্য হবেন।
অনিবাসীদের আয় হতে কর কর্তন হার ২০২৩-২০২৪
অনিবাসীকর্তৃক প্রদানকৃত বিভিন্ন সেবাভেদে সেবার মূল্য পরিশোধের সময় অর্থ প্রদানকারী কর্তৃক ভিন্ন ভিন্ন আয়কর কর্তন হার নির্ধারণ করা হয়েছে। যেইক্ষেত্রে নিদিষ্ট ব্যক্তি বা দায়িত্ত্বপ্রাপ্ত অন্য যেকোনো ব্যক্তি কোনো অনিবাসীকে এইরুপ কোনো অর্থ পরিশোধ করেন যাহা এই আইনের অধীন উক্ত অনিবাসীর জন্য করযোগ্য, সেইক্ষেত্রে উক্ত অর্থ পরিশোধের সময় উক্ত অর্থ প্রদানকারী, যদি না তিনি নিজেই এজেন্ট হিসাবে কর পরিশোধের জন্য দায়বদ্ধ থাকেন, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে কর কর্তন বা সংগ্রহ করিবেন, যথা :-
ক্রমিক নং | পরিশোধের বর্ণনা | হার |
---|---|---|
১ | উপদেষ্টা বা পরামর্শ | ২০% |
২ | প্রি-শিপমেন্ট পরিদর্শন | ২০% |
৩ | পেশাদার সেবা, প্রযুক্তিগত সেবা ফি, বা প্রযুক্তিগত সহায়ত ফি (Professional service, technical services, technical know-how or technical assistance) | ২০% |
৪ | আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন বা ল্যান্সস্কেপ ডিজাইন, ফ্যাশন ডিজাইন বা প্রসেস ডিজাইন | ২০% |
৫ | সার্টিফিকেশন, রেটিং ইত্যাদি | ২০% |
৬ | স্যাটেলাইট, এয়ারটাইম বা ফ্রিকোয়েন্সি ব্যবহার বাবদ ভাড়া বা অন্য কোন ব্যয়/চ্যানেল সম্প্রচার বাবদ ভাড়া | ২০% |
৭ | আইনি সেবা | ২০% |
৮ | ইভেন্ট ম্যানেজমেন্টসহ ব্যবস্থাপনা সেবা | ২০% |
৯ | কমিশন | ২০% |
১০ | রয়্যালটি, লাইসেন্স ফি বা স্পর্শাতীত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ | ২০% |
১১ | সুদ | ২০% |
১২ | বিজ্ঞাপন সম্প্রচার | ২০% |
১৩ | বিজ্ঞাপন নির্মাণ ও ডিজিটাল মার্কেটিং | ১৫% |
১৪ | বিমান পরিবহন বা নৌ পরিবহন | ৭.৫% |
১৫ | কন্ট্রাক্ট বা সাব-কন্ট্রাক্ট | ৭.৫% |
১৬ | সরবরাহ | ৭.৫% |
১৭ | মূলধনি মুনাফা | ১৫% |
১৮ | বীমা প্রিমিয়াম | ১০% |
১৯ | যন্ত্রপাতি, সরঞ্জাম ইত্যাদি ভাড়া | ১৫% |
২০ | লভ্যাংশ (১) কোম্পানি, তহবিল বা ট্রাস্ট (২) কোম্পানি, তহবিল বা ট্রাস্ট ব্যতীত অন্যান্য ব্যক্তি | ২০% ৩০% |
২১ | শিল্পী, গায়ক বা খেলোয়ার | ৩০% |
২২ | বেতন বা পারিশ্রমিক | ৩০% |
২৩ | পেট্রোলিয়াম অপারেশনের অনুসন্ধান বা ড্রিলিং | ৫.২৫% |
২৪ | কয়লা, তেল বা গ্যাস অনুসন্ধানের জন্য সমীক্ষা | ২০% |
২৫ | জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভেয়ার ফি ইত্যাদি | ৫.২৫% |
২৬ | তেল বা গ্যাসক্ষেত্র এবং এর রপ্তানি পয়েন্টের মধ্যে সংযোগ স্থাপনের জন্য যেকোন সেবা | ৫.২৫% |
২৭ | ব্যান্ডউইদ বাবদ পরিশোধ | ১০% |
২৮ | কুরিয়ার সার্ভিস | ১৫% |
২৯ | অন্য কোন পরিশোধ | ২০% |
যেইক্ষেত্রে বোর্ড, এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সন্তুষ্ট হইয়া আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এই মর্মে সনদ প্রদান করে যে, কোনো অনিবাসীকে কর চুক্তি বা অন্য কোনো কারণে বাংলাদেশে কোনো কর প্রদান করিতে হইবে না বা হাসকৃত হারে কর প্রদান করিতে হইবে, সেইক্ষেত্রে উপরের সারণীতে উল্লিখিত পরিশোধ কর কর্তন ব্যতিরেকে বা হাসকৃত হারে কর কর্তনপূর্বক করা যাবে।
অনিবাসী করদাতার পক্ষে মূলধনি আয় উদ্ভূত হলে করনীয়
যখন কোনো কোম্পানির শেয়ার হস্তান্তর হতে কোনো মূলধনি আয় উদ্ভূত হয়, তবে, ক্ষেত্রমোতাবেক, উক্ত হস্তান্তর বাস্তবায়নের জন্য দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষ উক্তরুপ হস্তান্তর কার্যকর করিবেন না যদি না উক্তরুপ হস্তান্তরের ফলে উদ্ভূত মূলধনি আয়ের উপর কর পরিশোধ করা না হয়।
অনিবাসী আয় হতে কর কর্তন কী সমন্বয় করা যাবে?
অনিবাসীর যে আয়ের উপর উক্ত কর কর্তন করা হয়েছে, উক্ত আয়ের উপর প্রাপকের ন্যূনতম করদায় বলিয়া গণ্য হবে এবং কোনো দাবির বিপরীতে উহা সমন্বয় করা যাবে না।
অনিবাসীর কর নিবাসীর নামে জমা হলে কী করণীয়?
আয়কর আইনের ১১৯ ধারা অনুসারে অনিবাসী আয় হতে সংগৃহীত কোনো কর নিবাসী কোনো ব্যক্তির নামে জমা হলে এই ধারার অধীন কর সংগৃহীত হয় নাই মর্মে গণ্য হবে।
অনিবাসীর যেসকল আয়ে কর কর্তন করতে হবে না
অনিবাসী বরাবর প্রেরিত নিম্নবর্ণিত অর্থ রেমিটকালে এই ধারার অধীন উৎসে কর কর্তন প্রযোজ্য হবে না, যথা:-
(ক) আরবিট্রেশন ফি
(খ) হজ্ব বাবদ প্রেরিত অর্থ
(গ) প্রায়োরিটি পাস বাবদ অর্থ