Sonali Bank ePayment Portal to pay tax online

এনবিআর এবং সোনালী ব্যাংকের যৌথ উদ্যোগে ট্যাক্স পেমেন্ট পোর্টাল ২০২০ সালের নভেম্বর মাসে চালু করা হয়েছে। আয়করের সকল ধরনের পেমেন্ট সহজেই সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। সোনালী ব্যাংক গেটওয়ে সকল ধরনের পেমেন্ট সিস্টেমই সাপোর্ট করে। একনজরে দেখে নেওয়া যাক সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে কি কি পেমেন্ট মেথড সাপোর্ট করে।

  • সোনালী একাউন্ট
  • ইওয়ালেট
  • ভিসা (VISA)
  • নেক্সাস (Nexux)
  • এমেক্স (America Express)
  • মাস্টার কার্ড (Master Card)
  • বিকাশ
  • রকেট
  • নগদ
  • উপায়
  • ট্যাপ

সোনালী ব্যাংক ই-পেমেন্ট পোর্টালে আয়করের টাকা জমা – Sonali Bank ePayment Portal to Pay Tax Online

সোনালী ব্যাংক পেমেন্টে পোর্টাল ব্যবহার করে কিভাবে সহজে ঘরে বসেই আপনার আয়করের টাকা জমা দিবেন তার প্রতিটা ধাপ আমরা এই লেখায় পরবর্তী ধাপসমূহ অনুসরণ করে জানতে পারবো।

ধাপ ১: আপনার তথ্য দিন

প্রথমে https://nbr.sblesheba.com/IncomeTax/Payment লিংকে ক্লিক করে সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট পোর্টালে প্রবেশ করুন। নিচের ছবির মতো একটা পেজ এ আপনি আসবেন।

এই পেজের ‍শুরুতেই TIN লেখা ঘরে আপনার TIN নম্বর লিখে সার্চ বাটনে ক্লিক করুন। সার্ভার থেকে অটোমেটিক আপনার TIN এর সকল তথ্য পরবর্তী ঘরগুলোতে চলে আসবে।

এবার ডানপাশে Payment Type লেখা ঘরে ড্রপডাউন বাটনে ক্লিক করুন। এখানে অনেকগুলো পেমেন্টের ধরণ আসবে সেখানে থেকে আপনি যেই কারণে পেমেন্ট করতে চাচ্ছেন সেই লেখাটি সিলেক্ট করুন। আপনি যদি বর্তমান করবর্ষের আয়কর রিটার্নের সাথে পেমেন্ট করতে চান তাহলে Tax with Return সিলেক্ট করুন। নিচের ঘরে লেখা আসবে Payment Under Section 74 Tax with Return. Payment Under Section নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবে না। এখানে অটোমেটিকালি আপনার Payment Type সিলেক্টের সাথে আয়করের ধারাটি চলে আসবে।

এরপরের ধাপ হচ্ছে করবর্ষ (Year), টাকার পরিমাণ এবং মোবাইল নম্বর প্রদান করা। আপনি যদি বর্তমান বছরের রিটার্নের টাকা পরিশোধ করতে চান তাহলে নভেম্বর ২০২২ এ আপনার করবর্ষ (Year) হবে ২০২২-২০২৩। সকল তথ্য দেবার পরে নিচের নীল রঙয়ের Next বাটনে ক্লিক করুন।

ধাপ ২: আপনার তথ্য রিভিউ করুন

এই ধাপে আপনার পূরনকৃত সকল তথ্য রিভিউ করবেন। ভুল থাকলে নীল রঙের Edit বাটনে ক্লিক করে তথ্যগুলো পুনরায় এডিট করবেন এবং সঠিক থাকলে সবুজ রঙের Payment বাটনে ক্লিক করবেন। নিচের ছবিটি দেখুন। (Payment বাটনে ক্লিক করলে একটি কনফারমেশন মেসেজ পপআপ আসবে। আপনি সম্মতি দিয়ে পরবর্তী ধাপে চলে যান।)

ধাপ ৩: আয়কর পেমেন্ট সম্পন্ন করুন

সোনালী ব্যাংকে পেমেন্ট গেটওয়ে আপনার জন্য ওপেন হবে। এখানে আপনি পেমেন্টের জন্য ৩টি অপশন পাবেন।

১. সোনালী ব্যাংকের একাউন্ট বা ই-ওয়ালেট

২. কার্ড (DBBL Nexux, AMEX, VISA, Master)

৩. মোবাইল ব্যাংকিং (রকেট, বিকাশ, নগদ, উপায়, ট্যাপ, ওকে ওয়ালেট)

আপনার পছন্দ মত পেমেন্ট চ্যানেল দিয়ে পেমেন্ট করবেন। তবে প্রতিটা পেমেন্ট চ্যানেলই অনলাইনে পেমেন্টের জন্য অতিরিক্ত প্রসেসিং চার্জ নিবে। (প্রসেসিং চার্জ ইওয়ালেটে সবথেকে কম।)

সফল পেমেন্টের পর একটা চ্যালান পাবেন। চালান যে কোন সময় সার্চ মেনু থেকে সার্চ করে প্রিন্ট করে নিতে পারবেন। তারপর আপনার পেমেন্ট চালানের কপি রিটার্নের সাথে সংযুক্ত করে দিবেন।

[বিঃ দ্রঃ সোনালী ব্যাংক এই পেমেন্ট পোর্টাল সরাসরি ই-রিটার্ন সাইটের সাথেও ইন্ট্রিগেটেড আছে। আপনি যদি ই-রিটার্ন সাইট থেকে টাক্স ফিলাপ করতে চান তাহলে ই-রিটার্ন সাইট থেকেই পেমেন্টে আসতে হবে নতুবা আপনার পেমেন্ট ইরিটার্নে আপডেট হবে না]

About The Author

Leave a Reply

× Contact Support!