Society Registration Fees

সোসাইটি সাধারনত জনসেবা মূলক কাজ এবং অলাভজনক, অরাজনৈতিক সামাজিক কাজের উদ্দেশ্য গঠন করা হয়। সোসাইটিকে সংগঠন বা ফাউন্ডেশনও বলা হয়ে থাকে। সোসাইটি বা ফাউন্ডেশনের নিবন্ধন পাওয়া যায় দুইভাবে। এক- সমাজ সেবা অধিদপ্তর থেকে, দুই- রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানীস্‌ এন্ড ফার্মস্‌ বা RJSC থেকে।

আপনি যদি সীমিত আকারে বা শুধুমাত্র একটা জেলার বা কয়েকটা জেলার ভেতর আপনার কার্যক্রম চালাতে চান তা হলে আপনি জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিতে পারেন।

তবে দেশ ব্যাপি বৃহৎ পরিসরে কার্যক্রম চালাতে গেলে, বিদেশ থেকে অনুদানের অর্থ গ্রহণ করতে গেলে, বিস্তৃত পরিসতে কাজ করতে গেলে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানীস্‌ এন্ড ফার্মস্‌ বা RJSC থেকে নিবন্ধন নিতে হবে।

সোসাইটি বা ফাউন্ডেশন নিবন্ধন নিতে গেলে নিবন্ধন ফি সহ আর বিভিন্ন ধরনের ফি প্রদান করতে হয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় সোসাইটি বা ফাউন্ডেশন নিবন্ধন সেবার ফিসমূহ নতুন করে নির্ধারণ করেছে।

সোসাইটি নিবন্ধন ফি – Foundation Registration Fees

ক্রমিক নংবিবরণফি
সোসাইটি নিবন্ধন১৫,০০০ টাকা
রেজিস্ট্রার এর নিকট সংঘস্মারক নথিভুক্তকরণ ব্যতীত এর আইনের
অধীন দলিল নথিভুক্তকরণের জন্য
৮০০ টাকা
দলিলাদি পরিদর্শন৪০০ টাকা
নিবন্ধন সনদ এর অনুলিপি৫০০ টাকা
দলিলাদি কপির জন্য৫০০ টাকা
সোসাইটি নামের ছাড়পত্র২,০০০ টাকা
নির্ধারিত সময়ের মেয়াদ শেষ হওয়ার পরে কোন দলিল/বিবৃতি জমা দেওয়ার জন্য বিলম্ব ফি৫ টাকা

About The Author

Leave a Reply

× Contact Support!