Online Business Bangladesh

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ “অনলাইনে পণ্য বিক্রয়” (Selling products online) নামে নতুন সেবা সংজ্ঞায়িত করেছে। এস আর ও নং ১৪৩-আইন/২০২৩/২২০-মূসক এর মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রয় সেবার সংজ্ঞায় সংযোজন করা হয়েছে এবং এর জন্য নতুন সার্ভিস কোড S০৯৯.৬০ নির্ধারণ করা হয়েছে।

এস আর ও নং ১৪৩-আইন/২০২৩/২২০-মূসক অনুযায়ী ভ্যাট আইনে অনলাইনে পণ্য বিক্রয় বলতে অনলাইনে খুচরা বিক্রয় বা মার্কেটপ্রেসকে বুঝাবে, যেখানে-

১) “অনলাইনে খুচরা বিক্রয়” অর্থ ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সেই সকল পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় যাহা ইতোপূর্বে কোন উৎপাদনকারী বা সেবা প্রদানকারী বা ব্যবসায়ীর নিকট হইতে মূসক পরিশোধপূর্বক ক্রীত হয়েছে এবং অনলাইনে খুচরা বিক্রেতা কর্তৃক উক্ত ক্রীত পণ্য, মূসক প্রদানপূর্বক সরবরাহ করা হবে এবং যেক্ষেত্রে উক্ত অনলাইনে খুচরা বিক্রেতার নিজস্ব কোন বিক্রয়কেন্দ্র নাই।

(২) “মার্কেটপ্লেস অর্থ ডিজিটাল কমার্স প্লাটফর্ম” যাহাতে এক বা একাধিক বিক্রেতা কর্তৃক তাহাদের পণ্য বা সেবা সম্পর্কিত তথ্যাদি সন্নিবেশ করা হয়ে থাকে এবং উক্ত প্লাটফর্মের মাধ্যমে সরবরাহ প্রদান হয়ে থাকে অর্থাৎ, এক্ষেত্রে মার্কেটপ্লেস পরিচালনাকারী ব্যক্তি কর্তৃক কোন পণ্য ক্রয় বা বিক্রয় করা হবে না এবং তাহাদের কোন বিক্রয়কেন্দ্র থাকবে না।

এস আর ও নং ১৪৩-আইন/২০২৩/২২০-মূসক টি প্রয়োজনে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করুন।

About The Author

Leave a Reply

× Contact Support!