Rules for bringing TV from abroad 2024

বিদেশ থেকে টিভি আনতে চান? কিন্তু জানেন না কীভাবে এবং কত টাকা খরচ হবে? চিন্তার কোন কারণ নেই। এই লেখায় আমরা বিদেশ থেকে টিভি আনার সম্পূর্ণ প্রক্রিয়া, শুল্ক ও করের বিষয় এবং বিনাশুল্কে টিভি আনার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

কিভাবে বিনাশুল্কে বিদেশ থেকে টিভি আনা যাবে?

আপনি ২৯” পর্যন্ত যেকোন ধরনের টিভি বিদেশ থেকে বিনাশুল্কে আনতে পারবেন। কাস্টমস আইন অনুযায়ী ২৯” পর্যন্ত Plasma, LCD, TFT, LED অনুরুপ প্রযুক্তির টেলিভিশন এবং Cathod Ray Tube (CRT) সাদাকালো বা রঙিন টেলিভিশন বিনাশুল্কে বিদেশ থেকে আনতে পারবেন।

টেলিভিশনের জন্য কত টাকা শুল্ক ও কর এর পরিমাণ

২৯” উর্ধ্ব টেলিভিশনের জন্য কাস্টমস আইন অনুযায়ী নির্ধারিত হারে শুল্ক ও কর পরিশোধ করতে হবে। নিচের টেবিলে পণ্যের বর্ণনা ও শুল্ক ও করের পরিমাণ উল্লেখ করা হলো

Plasma, LCD, TFT, LED ও অনুরুপ প্রযুক্তি টেলিভিশন  শুল্ক ও কর এর পরিমাণ
৩০”- ৩৬” পর্যন্ত১০,০০০ টাকা
৩৭” – ৪২” পর্যন্ত২০,০০০ টাকা
৪৩” – ৪৬” পর্যন্ত৩০,০০০ টাকা
৪৭” – ৫২”  পর্যন্ত৫০,০০০ টাকা
৫৩” – ৬৫” পর্যন্ত৭০,০০০ টাকা
৬৬” থেকে তদূর্ধ্ব৯০,০০০ টাকা

শেষকথা

যারা বিদেশ থেকে টেলিভিশন আনার কথা ভাবছেন তাদের জন্য এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই লেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কত ইঞ্চি টেলিভিশন বিদেশ থেকে আনার জন্য কতটাকা শুল্ক ও কর দিতে হবে এবং সেই অনুযায়ী আগে থেকেই প্রস্তুতি নিতে পারবেন।

About The Author

Leave a Reply

× Contact Support!