নতুন আয়কর আইনে রিটার্ন দাখিলের জন্য সময় প্রার্থনার জন্য কোন ধারা রাখা হয় নাই। অর্থ্যাৎ, এখন আইনগতভাবে রিটার্ন দাখিলের জন্য সময় প্রার্থনার সুযোগ নাই।
আয়কর অধ্যাদেশের ধারা 75 (2)(c) আইনানুগ সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বেই যথাযথ কারণ উল্লেখ পূর্বক সময়ের আবেদন করা হলে করদাতার সংশ্লিষ্ট সার্কেলে উপকর কমিশনার নিজ ক্ষমতাবলে ২(দুই) মাস এবং পরিদর্শী অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে আরও ২(দুই) মাস অর্থাৎ মাস অর্থাৎ সর্বমোট ৪ (চার) মাস পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন।
আপনি সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে নির্ধারিত ফরমে সময় বাড়ানোর আবেদন করবেন। সংশ্লিষ্ট উপ কর কমিশনার ২ মাস পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াতে পারবেন। এর পরে সংশ্লিষ্ট পরিদর্শী রেঞ্জ কর্মকর্তার অনুমতি নিয়ে উপ কর কমিশনার আরও ২ মাস সময় বাড়াতে পারবেন। তবে মনে রাখতে হবে সময় বাড়ানোর আবেদন গৃহীত হলেও আপনাকে বিলম্ব সুদ পরিশোধ করতে হবে। সুতরাং সময়মত রিটার্ন দিন, বিলম্ব সুদ পরিহার করুন।
রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন ফরমটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন