Return Filing Time Extension 2024

করবর্ষ ২০২৪-২০২৫ এ ব্যক্তিশ্রেণী করদাতার আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে। আয়কর আইন অনুযায়ী, স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন জমার শেষ সময় ছিলো ৩০শে নভেম্বর, ২০২৪। জাতীয় রাজস্ব বোর্ড করবর্ষ ২০২৪-২০২৫ এর করদিবস বা আয়কর রিটার্ন জমার শেষ সময় ৩০শে নভেম্বর, ২০২৪ এর পরিবর্তে ৩১শে ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বর্ধিত করেছে। তবে এই করদিবস কোম্পানি ব্যতিত সকল করদাতার জন্য প্রযোজ্য। যেসকল করদাতা এখনও আয়কর রিটার্ন জমার জন্য প্রয়োজনী প্রস্তুতি নিতে পারেন নাই, তারা যথাযথভাবে আয়কর রিটার্ন জমার প্রস্তুতি নিতে পারবেন।

আর যারা এই নির্ধারিত করদিবসের ভিতর আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন তারা বিলম্ব ফি এবং অতিরিক্ত আয়করসহ করদিবসের পরে রিটার্ন জমা দিতে পারবেন।

About The Author

Leave a Reply

× Contact Support!