বাংলাদেশ ব্যাংক ১৫ই মে ২০২৩ তারিখে হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজন প্রসঙ্গে একটি সার্কুলার প্রকাশ করেছে। উক্ত সার্কুলারে বলা হয়েছে যে, আর্থিক প্রতিষ্ঠানের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্লাটফর্মে আয়োজন করা যায় এমন সভাসমূহ হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো।
বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের জন্য উক্ত নির্দেশনাটি বহাল থাকবে এবং অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।