NPSB বলতে কি বোঝায়?

NPSB meaning

আধুনিক প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের লেনদেন ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন এসেছে। এক সময় যেখানে লেনদেন বলতে শুধুমাত্র নগদ অর্থের আদান-প্রদান বোঝাতো, আজকের দিনে ইলেকট্রনিক লেনদেন পদ্ধতির জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ইলেকট্রনিক লেনদেন পদ্ধতির মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হলো NPSB। আজকের এই ব্লগ পোস্টে আমরা আলোচনা করবো NPSB বলতে কি বোঝায়, এর সুবিধা এবং ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে।

What is NPSB?

National Payment Switch Bangladesh (NPSB) is a domestic ATM sharing network in Bangladesh that allows customers of member banks to withdraw cash, check their balances, and transfer funds at ATMs of other member banks. It is governed by the Bangladesh Bank.

NPSB (ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ) হলো বাংলাদেশের সকল তফসিলভুক্ত ব্যাংককে সংযুক্ত করে তৈরি একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি আন্তঃব্যাংক কার্ডভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের ATM, POS টার্মিনাল ব্যবহার করে টাকা উত্তোলন ও পণ্য/সেবার মূল্য পরিশোধ করতে পারেন। এছাড়াও, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে সহজেই টাকা পাঠাতে পারেন।

যেভাবে NPSB কাজ করে?

এনপিএসবি পদ্ধতির আওতায় বর্তমানে আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (ATM), পয়েন্ট অফ সেলস (POS), ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেন প্রক্রিয়া করছে।

অটোমেটেড টেলার মেশিন (ATM)

বর্তমানে দেশে এনপিএসবি নেটওয়ার্কের ভিত্তিতে ৫৩ টি ব্যাংক কার্ড ব্যবসা পরিচালনা করছে। অর্থাৎ, NPSB সদস্যভূক্ত ব্যাংকগুলির যে কোনও ব্যাংকের একজন কার্ডধারী সারা দেশে অন্য সমস্ত NPSB সদস্যভূক্ত ব্যাংকের এটিএম ব্যবহার করতে পারবেন৷ কার্ডধারীরা দেশের প্রায় সমস্ত এটিএম থেকে যেকোনো সময় নগদ টাকা উত্তোলন, মিনি স্টেটমেন্ট এবং ব্যালেন্স অনুসন্ধানের মতো ব্যাংকিং পরিসেবা পাচ্ছেন নিমিষেই। NPSB এর সুবিধাস্বরুপ ব্যাংকগুলোর ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইন ও অপেক্ষার পালা কমছে।

NPSB নেটওয়ার্ক ব্যাবহার করে একজন ডেবিট কার্ড হোল্ডারকে নিজ ব্যাংকের এটিএম ব্যাতীত নগদ উত্তোলনের জন্য প্রতি লেনদেনে (ভ্যাট সহ) ১৫ টাকা এবং ও প্রতিটি মিনি স্টেটমেন্ট বা ব্যালেন্স অনুসন্ধানের জন্য ৫ টাকা (ভ্যাট সহ) চার্জ করা হয়। তবে নিজ ব্যাংকের এটিএম ব্যবহারের জন্য সাধারনত চার্জে আরোপ করা হয়না। উল্লেখ্য যে ক্রেডিট কার্ডের জন্য কার্ড ইস্যুাকারী কর্তৃক নির্ধারিত ক্যাশ এ্যাডভান্স ফি প্রদান করতে হবে।  

পয়েন্ট অফ সেলস (POS)

NPSB নেটওয়ার্ক এর অধীনে বর্তমানে ৪৮ টি ব্যাংকের কার্ডহোল্ডারগন POS লেনেদেনের জন্য সদস্য ব্যাংকের POS ব্যবহার করে বিভিন্ন মার্চেন্ট আউটলেটে পেমেন্ট বা বিল পরিশোধ করতে পারবেন। এনপিএসবি সদস্য ব্যাংকগুলির POSএ কার্ডগুলির বৃহত্তর গ্রহণযোগ্যতার কারণে গ্রাহকের নগদ অর্থ বহনের ঝুকি খুব দ্রুত হ্রাস পাচ্ছে। NPSB-এর অধীনে অন্য ব্যাংকের POS ব্যবহার করে কার্ডধারীদের কেনাকাটার জন্য কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।

ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT)

NPSB নেটওয়ার্ক এর অধীনে বর্তমানে বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেনের প্রক্রিয়া করছে৷ এই প্রক্রিয়ার মাধ্যমে সেবাদানকারী ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ইন্টারনেট ব্যাংকিং চ্যানেল থেকে ব্যাংকের নির্ধারিত লিমিট সীমার মধ্যে ফান্ড ট্রান্সফার করা সম্ভব। এই পদ্ধতিতে লেনদেন সাধারনত তাৎক্ষণিক নিষ্পত্তি হয়। প্রায় ব্যাংক এই সেবা বিনামূল্যে প্রদান করে থাকে। অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফান্ড ট্রান্সফারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকশন বা (2FA) ব্যবহার করা হয়। উক্ত সুবিধার ফলে এখন বাড়ি বা অফিস থেকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের ইউটিলিটি বিল পেমেন্ট, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, লোনের কিস্তি পেমেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট ইত্যাদি পরিষেবা প্রদান করতে পারছে সহজেই।

NPSB এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে কয়েকটি ব্যাংক অল্প কিছু প্রসেসিং ফি চার্জ করে থাকে।

এনপিএসবি ব্যাংকের সুবিধা – Benefit of NPSB Banking

বর্তমানে গ্রাহকেরা এনপিএসবি এর মাধ্যমে নীচের সুবিধা গুলো পাচ্ছেঃ

  • এটিএম এর মাধ্যমে ক্যাশ উঠানো/টাকা তোলা। (প্রতি লেনদেন- ১৫ টাকা)
  • এটিএম এর ব্যালেন্স জানা/স্থিতি অনুসন্ধান (প্রতি লেনদেন- ৫ টাকা)
  • এটিএম এর খুদে বিবরণী জানা (প্রতি লেনদেন- ৫ টাকা)
  • পস মেশিনের মাধ্যমে কেনা-কাটা (ফ্রি)
  • ইন্টারনেট ব্যাংকিং (ক্রি)
  • মোবাইল ব্যাংকিং (আসছে)।

NPSB এর মাধ্যমে কত টাকা ট্রান্সফার করা যায়?

ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেনের জন্য বিভিন্ন সীমা আছে।

ব্যক্তির জন্য, প্রতিটি লেনদেন সীমা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ বার এবং প্রতিদিন ১০ লক্ষ টাকার বেশি নয়।

কর্পোরেটের জন্য, প্রতিটি লেনদেনের সীমা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা, দিনে সর্বোচ্চ ২০ বার এবং প্রতিদিন ২৫ লক্ষ টাকার বেশি নয়।

NPSB Certified Banks for IBFT Transactions

1 AB Bank Limited
2 Al-Arafah Islami Bank Limited
3 Bangladesh Commerce Bank Limited
4 Bangladesh Development Bank Limited
5 Bank Asia Limited
6 Bengal Commercial Bank Limited
7 BRAC Bank Limited
8 Commercial Bank of Ceylon
9 Community Bank Bangladesh Limited
10 Dhaka Bank Limited
11 Dutch-Bangla Bank Limited
12 Eastern Bank Limited
13 EXIM Bank Limited
14 First Security Islami Bank Limited
15 IFIC Bank Limited
16 Islami Bank Bangladesh Limited
17 Jamuna Bank Limited
18 Meghna Bank Limited
19 Mercantile Bank Limited
20 Midland Bank Limited
21 Modhumoti Bank Limited
22 Mutual Trust Bank Limited
23 National Bank Limited
24 NCC Bank
25 NRB Commercial Bank Limited
26 One Bank Limited
27 Padma Bank Limited
28 Prime Bank Limited
29 Pubali Bank Limited
30 Shahjalal Islami Bank Limited
31 Shimanto Bank Limited
32 Social Islami Bank Limited
33 Southeast Bank Limited
34 Standard Chartered Bank Limited
35 The City Bank Limited
36 The Hong Kong and Shanghai Banking Corporation Limited
37 Trust Bank Limited
38 Union Bank Limited
39 United Commercial Bank Limited
40 Uttara Bank Limited
41 Woori Bank

Leave a Comment